ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মাগুরায় পাকা লিচুতে ভরে গেছে বাগান

প্রকাশিত: ০৮:৩১, ১৯ মে ২০১৯

 মাগুরায় পাকা লিচুতে ভরে গেছে বাগান

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরায় চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। মৌসুমে জেলায় প্রায় ২০ কোটি টাকার লিচু উৎপন্ন হয়েছে। বাজারে পাকা লিচু উঠেছে। বাজার ভরে গিয়েছে লিচুতে। জানা পগছে, মাগুরায় চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। রমজানের শুরুতে বাজারে উঠেছে লিচু। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৭৫০ হেক্টর জমিতে দু’হাজারেও বেশী লিচু বাগান রয়েছে। দেশী জাতের পাশাাশি বোম্বাই ও চায়না তিন জাতের লিচু বাগানে উঠেছে। মাগুরার ইছাখাদা, রাউতড়া, আলাইপুর, হাজরাপুর, আলাইপুর, খালিমপুর, নোয়াপাড়া, দক্ষিণ নোয়াপাড়া, হাজীপুর, রাঘবদাইড়, নড়িহাটি, শীবরামপুরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়েছে। গাছে গাছে ঝুলছে থোকা থোকা লিচু। মৌসুমে জেলায় প্রায় ২০ কোটি টাকার লিচু উৎপন্ন হয়। লিচু বাগানে ৫ হাজার নারী-পুরুষের মৌসুমি কর্মসংস্থান হয়। লিচু গাছ পাহারা, গাছ পরিচর্যা করা ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করছে। তারা দৈনিক ২শ’-৩শ’ টাকা আয় করছেন। বাজারে পাকা লিচু বাজারে উঠেছে। বোম্বাই ও চায়না তিন জাতের লিচু বাজারে উঠেছে।
×