ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কলেরা হাসপাতালে যাওয়া হলো না শিহাবের

প্রকাশিত: ১০:১২, ১৮ মে ২০১৯

 কলেরা হাসপাতালে যাওয়া হলো না শিহাবের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে পাঁচ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত হয়েছে। এদিকে তেজগাঁও চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীরা দুই যাত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডায়রিয়া চিকিৎসা করতে কলেরা হাসপাতালের যাওয়ার পথে রাজধানীর তেজগাঁওয়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিহাব নামে পাঁচ মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছে। আহতরা হচ্ছেন, শিহাবের মা শারমিন আক্তর (২০), মামা আল আমিন (২৫), নানী মলি বেগম (৫০) ও সিএনজি চালক শাহাদাত (৩০)। কর্তব্যরত চিকিৎসকরা জানান, দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভোরে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাত রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিহত শিশু শিহাবের বাবা মোঃ রাসেল জানান, কেরানীগঞ্জের ধলেশ্বর এলাকায় থাকেন তারা। তিনি জানান, ছেলে শিহাব কয়েকদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাইয়েও তার কোন শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে স্থানীয়দের পরামর্শে ছেলে শিহাবকে শুক্রবার ভোরে মহাখালীর কলেরা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে সকালে তেজগাঁও রাস্তার ফ্লাইওভারে ঢালে একটি পিকআপ কাভার্ড ভ্যান তাদের বহনকৃত সিএনজিকে ধাক্কা দিলে ছেলে শিহাব মারা যায়। এতে তার মা, মামা ও নানী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। কিন্তু সড়ক দুর্ঘটনা শিহাবকে সব চিকিৎসার উর্ধে নিয়ে গেল। তেজগাঁও শিল্প এলাকা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হান্নান মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে শিশু শিহাবকে নিয়ে সিএনজিতে করে মহাখালী কলেরা হাসপাতালের দিকে যাচ্ছিলেন স্বজনরা। সাতরাস্তা সিটি তেল পাম্পের সামনের ফ্লাইওভারে সামনে বেপরোয়া একটি পিকআপ কাভার্ড ভ্যান ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ওই সিএনজির ভেতরে থাকা শিশু শিহাব ও তার মা, মামা, নানী ও সিএনজির চালক আহত হয়। পরে তাদের উদ্ধার করে সোয়া ৬টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন। এএসআই হান্নান জানান, আহতদের মধ্যে শিশুটির নানী মলি বেগম ও সিএনজিচালক শাহাদাতের মাথায় আঘাত লেগেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে শারমিন ও আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। শিহাবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। চলন্ত ট্রেনের ছিনতাইকারীর কবলে দুই যাত্রী ॥ রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীরা দুই যাত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। আহত যাত্রীরা হচ্ছে, সাকিব (২২) ও রাকিব (২৩)। তাদের বাসা পুরানো ঢাকার ওয়ারী থানার টিপু সুলতান রোড এলকায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জরুরী বিভাগের আবাসিক সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন জানান, রাকিবের পিঠে তিনটি ও সাকিবের গলায় আঘাত লাগে। রাকিবের তিনটির মধ্যে একটি আঘাত গুরুতর। আর সাকিবকে নাক-কান-গলা বিভাগে পাঠানো হয়েছে। হাসপাতালে আহত সাকিব ও রাকিব জানায়, তারা গাজীপুর এলাকায় ওর্য়াকসপে কাজ শেষে বৃহস্পতিবার রাতে বলাকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে তেজগাঁও স্টেশন ছেড়ে কমলাপুরের দিকে যাওয়ার পথে ৩-৪ জন ছিনতাইকারী তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ট্রেনটি কমলাপুর পৌঁছানোর পর রেলওয়ে পুলিশের কনেস্টেবল আল-আমীন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা রেলওয়ে থানা ওসি ইয়াসিন ফারুক জানান, সাকিবের কাছে থাকা ৫শ’ টাকা ও একটি মোবাইল ফোন ও রাকিবের কাছ থেকে ২শ’ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায় ছিনতাইকারী। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে আহত দু’জনকেই ঢামেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরের একটি হাসপাতালে নিয়ে গেছেন তাদের স্বজনরা।
×