ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পাওনা টাকা নিয়ে বিরোধ ॥ নিহত এক

প্রকাশিত: ০৮:৫৪, ১৭ মে ২০১৯

 নেত্রকোনায় পাওনা টাকা নিয়ে বিরোধ ॥ নিহত এক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৬ মে ॥ পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক সিএনজি চালক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত সিএনজি চালকের নাম জোবায়ের আলম হাসান (২২)। সে ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। আহতরা হচ্ছেন- নিহতের বাবা রুহুল আমিন, মা কল্পনা আক্তার ও চাচা ফারুক মিয়া। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিহত সিএনজি চালক জোবায়েরের সঙ্গে ও একই গ্রামের আবুল কালাম আজাদের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত দেড়টার দিকে আবুল কালাম আজাদ ও তার লোকজন জোবায়েরের বাড়িতে গিয়ে প্রথমে জোবায়েরকে কুপিয়ে আহত করে।
×