ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমে নিজের শেষ ম্যাচে স্বরূপে নেইমার

প্রকাশিত: ১২:৩৭, ১৩ মে ২০১৯

 মৌসুমে নিজের শেষ ম্যাচে স্বরূপে নেইমার

জাহিদুল আলম জয় ॥ নিষেধাজ্ঞার খড়গ মাথায় নিয়ে ২০১৮-১৯ মৌসুম শেষ করতে যাচ্ছেন নেইমার। এর পর শনিবার রাতে পিএসজির হয়ে মৌসুমে নিজের শেষ ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এ্যাঙ্গার্সের মাঠে এই ম্যাচে নেইমারের নৈপুণ্যে ২-১ গোলে জিতেছে অতিথি পিএসজি। রেনেসের বিপক্ষে ফরাসী কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করায় সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমারকে তিন ম্যাচের নিষিদ্ধ করেছে ও দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসী ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এ কারণে মৌসুমে পিএসজির শেষ দুই লীগ ম্যাচে খেলতে পারবেন না তিনি। সেই হিসেবে পরশু রাতেই খেলেছেন শেষ ম্যাচ। আর তাতে স্বরূপে হাজির হন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। গত আগস্টে লীগে প্রথম দেখায় এ্যাঙ্গার্সকে নিজেদের মাঠে ৩-১ গোলে হারিয়েছিল পিএসজি। ফিরতি লেগেও তারা জয়ের ধারা ধরে রেখেছে। মৌসুমের শেষদিকে এসে ছন্দ হারানো পিএসজি লীগের শেষ ছয় ম্যাচে এ নিয়ে মাত্র দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যে দুটি ভাল সুযোগ পায় এ্যাঙ্গার্স, কিন্তু কাজে লাগাতে পারেনি। খেলার ধারার বিপরীতে ২০ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডানদিক থেকে স্বদেশী ডিফেন্ডার আলাভেসের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন নেইমার। চলতি লীগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ১৫ নম্বর গোল। ৫৮ মিনিটে ডি বক্সে ঢুকে ডি মারিয়াকে চিপ করেন নেইমার। আর হেডে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ম্যাচের শেষদিকে ডি বক্সে মারকুইনহোস ফরাসী ফরোয়ার্ড উইলফ্রেডকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। আর পিএসজি অধিনায়ক দেখেন লালকার্ড। কিন্তু ফ্লাভিয়া টের নেয়া স্পট কিক ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে জালে পাঠান ফরাসী মিডফিল্ডার টেইট। ম্যাচর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেইমারকে তুলে নেন কোচ। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটাই শেষ ম্যাচ হয়ে থাকল তার। ৩৬ ম্যাচে ২৮ জয় ও চার ড্রয়ে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন পিএসজির পয়েন্ট ৮৮। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৬৯। ম্যাচ শেষে নেইমারকে দলের ভবিষ্যত অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন না বলে জানিয়েছেন পিএসজির কোচ টমাস টাচেল। বর্তমান দুই অধিনায়ক থিয়াগো সিলভা ও মারকুইনহোসের ওপরই আস্থা রাখছেন জার্মান এই কোচ। ম্যাচ শেষে ভবিষ্যতে নেইমারকে অধিনায়ক হিসেবে বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন টাচেল। বলেন না, আমাদের দুইজন অধিনায়ক (থিয়াগো সিলভা ও মারকুইনহোস) আছে। আমরা সেটা বদলাব না। আমার মতে একজন অধিনায়ক হওয়ার মতো বৈশিষ্ট্য নেইমারের নেই।’ পিএসজি কোচ বলেন, তার সৃষ্টিশীলতার মাধ্যমে কৌশলগত দিক থেকে সে দলের একজন নেতা। কিন্তু সে আর্মব্যান্ড পরা অধিনায়ক নয়। তার অধিনায়কের আর্মব্যান্ড পরাটা জরুরী না। আর আমি বুঝতে পারছি না কেন সবাই হঠাৎ এ নিয়ে কথা বলছে। আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের দু’জন অধিনায়ক আছে। যারা দুর্দান্ত। তাদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। নেইমারকে নিয়ে আমাদের ভাবনা নেই।
×