ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনাগাজীর ওসিকে রংপুর ডিআইজি অফিসে সংযুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের জুতা প্রদর্শন

প্রকাশিত: ১০:০৪, ১২ মে ২০১৯

 সোনাগাজীর ওসিকে  রংপুর ডিআইজি  অফিসে সংযুক্ত  করার প্রতিবাদে  শিক্ষার্থীদের জুতা প্রদর্শন

জনকণ্ঠ ডেস্ক ॥ ফেনীর সোনাগাজী থানার দায়িত্বে অবহেলাকারী ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর ডিআইজি অফিসে সংযুক্ত করার প্রতিবাদে ডিআইজি অফিস ঘেরাও এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শনিবার দুপুরে রংপুরে লালবাগ মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। খবর রংপুর থেকে নিজস্ব সংবাদদাতা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রায়হান শরিফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সমন্বয়ক হানিফ খান সজীব, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলমগীর কবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রোকনুজ্জামান রবিউল, কারমাইকেল কলেজ জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আরিফ আলী প্রমুখ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুসরাত হত্যার প্ররোচনাকারী বিতর্কিত ওসি মোয়াজ্জেমের রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রংপুর রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনকে স্মারকলিপি প্রদান ও টানা আন্দোলনের হুমকি দেন তারা। প্রতিবাদ সমাবেশে ওসি মোয়াজ্জেমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে জুতা ও স্যান্ডেল প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে লালবাগ চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলির সংবাদে শুক্রবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। বিভিন্ন জন ফেসবুকে তীব্র প্রতিক্রিয়ায় বিতর্কিত মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির প্রতিবাদ জানান। বর্তমানে নগরীর সবখানেই ওই ওসিকে ঘিরে আলোচনা ও সমালোচনায় মুখর সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল। নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ার পর সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে বদলি করার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা। তিনি বলেন, ‘পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোয়াজ্জেম হোসেন আপাতত বেতন-ভাতা ও পদ অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন না। শুধু নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।’ বক্তারা আরও বলেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে রংপুর রেঞ্জ থেকে প্রত্যাহার করা না হলে ডিআইজি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানসহ রংপুর বিভাগে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। ফেনী থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলার এজাহার ভুক্ত ও অন্যতম আসামি মোঃ শামিম, আরিফুর রহমান, মোকসুদুল আলম, ও আফসার উদ্দিনকে ৫ দিনের রিমান্ড শেষে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পিবিআই। শনিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ জাকির হোসেন তাদের জেল হাজাতে পাঠানোর আদেশ দেন। আলোচিত মামলা এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই। এদের মধ্যে এজাহারভুক্ত ৫ জনসহ ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথম পত্র দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর ১০ এপ্রিল রাতে মারা যায়। পরদিন ১১ এপ্রিল বিকেলে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতে ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে।
×