ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থামছে না যাদুকাটায় বোমা মেশিনের তান্ডব

প্রকাশিত: ০৯:০৬, ১২ মে ২০১৯

থামছে না যাদুকাটায় বোমা মেশিনের  তান্ডব

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১১ মে ॥ তাহিরপুরের যাদুকাটা নদীতে নিজেদের সরকার দলীয় লোক পরিচয় দিয়ে এক প্রভাবশালী অবৈধভাবে বালু উত্তোলন করেই চলছে। নদীর পুরো জায়গাটুকু দখল করে বোমা ও ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকার বালু ও পাথর। এই বিষয়ে জেলা প্রশাসকের বালু উত্তোলন বন্ধে কড়া নির্দেশ থাকলেও তা মানছে না সিন্ডিকেট চক্রের সদস্যরা। তারা রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। তবে জেলা প্রশাসক এই বিষয়ে ইউএনও ও সহকারী ভূমি কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও কোন প্রতিকার হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ স্থানীয় প্রশাসনের সঙ্গে সিন্ডিকেট চক্রের যোগসাজশ রয়েছে। যার ফলে যাদুকাটা নদীতে দিনের বেলা লোক দেখানো অভিযান করেন স্থানীয় প্রশাসন। এদিকে দিনে অভিযান করলে রাতেই ড্রেজার ও বোমা মেশিন চলে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান গতকাল প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে সিন্ডিকেট চক্রের সদস্যরা সারাদিন ড্রেজার ও বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করেছে। এই বিষয়ে ইউএনও মোঃ আসিফ ইনতেয়াজের জানান, গত বৃহস্পতিবার অভিযান করে ১৩টি বোমা মেশিন ভাংচুর করা হয়েছে। আর উপজেলা সদর থেকে দূরে থাকায় রাতের বেলা অভিযান করা সম্ভব হয়নি। তবে আমরা খবর পেয়েছি রাতের বেলাও ড্রেজার ও বোমা মেশিন চলে। এই বিষয়ে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জানা যায়া, উপজেলার বিজিবির ক্যাম্পের পাশে লাউড়েরগড় এলাকার এই বিশাল দু দু বালুচরে বালু পাথর সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী চক্র ৬০/৭০টি বোমা ও ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করে চলছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে রূপের রানী যাদুকাটার বালুচর এলাকার লাউড়েরগড় এলাকায় ও গ্রাম তীরবর্তী নদীর পার কেটে প্রশাসনের অনুমতি ছাড়াই তারা প্রতিদিন বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
×