ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র সফল হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৯:৪৬, ১১ মে ২০১৯

 বিএনপি ভাঙ্গার  ষড়যন্ত্র সফল  হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুজবে কান দেবেন না। বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র সফল হবে না। তাই বিএনপি ভেঙ্গে যাচ্ছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে তাতেও কান দেবেন না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ঐক্যবদ্ধ আছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মতো ত্যাগী নেত্রী এশিয়া মহাদেশে খুঁজে পাওয়া যাবে না। তিনি গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা আর কোন রাজনীতিক করেননি। তিনি সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সংসদীয় গণতন্ত্র চালু করার মাধ্যমে খালেদা জিয়া তার সে কাজ শুরু করেছিলেন। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে আমাদের পরিচালনা করছেন। তিনি আমাদের যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনায় ঐক্যবদ্ধ থাকব। ফখরুল বলেন, খালেদা জিয়া সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপ্রতির স্ত্রী। তিনি রাজনীতি করে জেল খেটে এত কষ্ট না করে সারাজীবন আরাম-আয়েশের জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে রাজনীতিতে এসেছেন। খালেদা জিয়া দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে নারী শিক্ষাসহ প্রতিটি সেক্টরে কাজ করেছেন। দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, নির্বাচনী ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছে। দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এ সরকার। আয়োজক সংগঠনের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ প্রমুখ। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, একজন গৃহবধূ থেকে খালেদা জিয়া হাল ধরলেন দেশ ও জাতীয়তাবাদী রাজনীতির, তিনি মহীয়সী নারী। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক হলেন খালেদা জিয়া। সেই মহীয়সী মহিলা বেগম খালেদা জিয়া এক বছরের বেশি সময় হলো জেলখানায়। কিন্তু আমরা তার মুক্তির জন্য কিছু করছি না। খালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
×