ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠান সিল ॥ সাড়ে তিন লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৩১, ১০ মে ২০১৯

  চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠান  সিল ॥ সাড়ে তিন লাখ টাকা  জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। র‌্যাব জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় রোধে সারা বছরই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়ে আসছে। রমজান মাসে সেই অভিযান ও পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। ঈদ সামনে রেখে কতিপয় প্রতিষ্ঠান বিএসটিআইর অনুমোদন ছাড়া অবৈধভাবে খাদ্য উৎপাদন ও বিপণন করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালায়। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা ছাড়াও এগুলোর কারখানা সিলগালা করা হয়। দন্ডিত প্রতিষ্ঠানগুলো হলো মোল্লা এ্যান্ড কোং, হোসেন ফুড ও এসডি প্রোডাক্টস। প্রতিষ্ঠান তিনটিকে মোট ৩ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে উদ্ধার হয় নিম্নমানের ৩০ টন জিরা, ৬৫ টন চুটকি সেমাই, ১৫ টন লাচ্চি সেমাই, ৫ টন এগ নুডলস্ এবং ৭ হাজার লিটার নকল কেমিক্যাল।
×