ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে স্ত্রীকে হত্যার পর ২ সন্তান নিয়ে স্বামী উধাও

প্রকাশিত: ১০:২৮, ১০ মে ২০১৯

 বাগেরহাটে স্ত্রীকে হত্যার পর  ২ সন্তান নিয়ে স্বামী উধাও

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নে লাকি বেগম (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। বৃহস্পতিবার ভোরে উত্তর আমড়াগাছিয়া বাজার সংলগ্ন সাতঘর এলাকায় স্বামী নুরুল আমিন তার নিজ বাড়িতে স্ত্রীকে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। নিহত লাকি আমড়াগাছিয়া গ্রামের কাজীবাড়ির খলিলুর রহমানের মেয়ে। অভিযুক্ত নুরুল আমিন আব্দুল হক চৌকিদারের ছেলে। পুলিশ জানায়, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার মধ্যে যে কোন সময় নুরুল তার স্ত্রীকে মারপিট করে হত্যা করে। নৃশংস এ হত্যাকা-ের পর ঘাতক নুরুল আমিন তার স্ত্রীর ভাইকে ফোন করে বলে তোর বোনকে জবাই করেছি। বাড়িতে গিয়ে দ্যাখ। আমি ছেলেমেয়ে নিয়ে চলে গেলাম। শরণখোলা থানার ওসি তদন্ত মফিজুর রহমান শেখ বলেন, নিহতের ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করেন আরএমও ডা: মশিউর রহমান। তিনি জানান, নিহত লাকি বেগমের মাথায়, হাতে, গলায় আঘাত ও কোপের আলামত পাওয়া গেছে। নিহত লাকি বেগমের ভাই জানান, প্রায় আট বছর আগে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে নুরুল আমিনের সঙ্গে ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামের খলিল হাওলাদারের মেয়ে লাকির বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর ভারতের কেরেলায় ভাঙ্গারির ব্যবসায় সহযোগিতার জন্য জামাইকে সেখানে নিয়ে যান। মাঝেমধ্যে নুরুল আমিন দেশে এলেও স্ত্রী লাকির সঙ্গে বনিবনা হতো না। ঝগড়াঝাটি লেগেই থাকত। ঘটনার আগের দিন বুধবার শ্বশুর খলিল হাওলাদার বুঝিয়ে দেশে পাঠিয়ে দেন জামাইকে। এর পর বাড়ি এসে স্বামী-স্ত্রী একঘরে থাকলেও ভোরে হত্যাকা- ঘটিয়ে জিহাদ (৭) ও জেরিন (২) নামের দুই ছেলেমেয়েকে নিয়ে পালিয়ে যায় নুরুল আমিন। চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম মহানগরীর হালিশহর রামপুর নয়াবাজার এলাকার একটি বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধ্রুব মজুমদার (২৮) নামের এই যুবকের বাড়ি সন্দ্বীপ উপজেলার সাতঘরিয়া এলাকায়। বুধবার রাতে লাশ উদ্ধার করা হয়। হালিশহর থানা পুলিশ জানায়, জোবাইদা ভিলা নামের একটি ভবনের ৫ম তলার একটি কক্ষ থেকে ধ্রুব’র মরদেহ উদ্ধার হয়েছে। ভবনটিতে আরও বেশ কজন ভাড়াটিয়া বসবাস করেন। একটি কক্ষে ভাগ্নেসহ বসবাস করতেন এই যুবক। ভবনটিতে বসবাসকারীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় পাশের কক্ষে এক যুবক তাকে ইফতার খাওয়ার জন্য ডেকে সাড়া পায়নি। পরে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ধ্রুব মজুমদারকে বাথরুমের দেয়ালে হেলান দেয়া অবস্থায় দেখতে পায়। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার বিকেলের মধ্যে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। টাঙ্গাইলে নারী নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, সখীপুরে এক অজ্ঞাত যুবতী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের নয়াপাড়া পশ্চিম আমবাগ এলাকায় সামাজিক বনায়নের ভেতর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা একটি সামাজিক বনায়নের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। আদমদীঘিতে যুবক নিজস্ব সংবাদদাদা সান্তাহার থেকে জানান, বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশন থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার করা লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই স্টেশন প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
×