ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথের ‘সংস্কার’ টেলিফিল্মে পীযুষ অপর্ণা

প্রকাশিত: ১০:৪২, ৯ মে ২০১৯

 রবীন্দ্রনাথের ‘সংস্কার’ টেলিফিল্মে পীযুষ অপর্ণা

সংস্কৃতি ডেস্ক ॥ রবীন্দ্রনাথের ‘সংস্কার’ উপখ্যান এ পীযুষ সেন বেনু। বর্তমান সময়ের তরুণ উদীয়মান অভিনেতা পীযুষ সেন বেনু অভিনীত রবীন্দ্রনাথের জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মালায় আজ বৃহস্পতিবার রাত ১১ টায় এটিএন বাংলায় প্রচার হবে টেলিছবি ‘সংস্কার’ । রবীন্দ্রনাথের অতি বিনয়ী রাজনৈতিক উপাখ্যান থেকে ‘সংস্কার’ টেলিফিল্মটি নাট্যরপ এবং পরিচালনা করেছেন অঞ্জন আইচ। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অর্পনা ঘোষ, টুটুল চৌধুরী, আবুল হায়াত, মকফুবার রহমান সুইট প্রমুখ। পরিচালক অঞ্জন আইচ বলেন- ততকালিন জমিদার ও নিচু জাতের মানুষের যে বৈষ্যম তা এই গল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কালিয়াকৈর জমিদার বাড়িতে আমরা শ্যূটিং করেছি। সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, আমি এতটুকু বলতে পারি দর্শক টিভি সেটের সামনে বসে ‘সংস্কার’ দেখে নিরাশ হবে না।
×