ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিলেটে কমেছে জিপিএ-৫

প্রকাশিত: ১৩:০৪, ৭ মে ২০১৯

সিলেটে কমেছে জিপিএ-৫

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় পাসের হার কিছুটা বাড়লেও জিপিএ-৫ কমেছে ৪৩৪টি। গতবছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ এবং জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৩১৯১। প্রাপ্ত ফলে এবার সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ১ হাজার ৪২৬ এবং মেয়ের সংখ্যা ১৩৩১। পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ১লাখ ১৩ হাজার ১৭১ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ১০৫ ও ছাত্রী ৬৪ হাজার ৬৬ । ফলের সার্বিক অবনতির কারণ হিসেবে চলতি বছরের গণিতে প্রশ্নপত্র কঠিন হওয়াকে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা।
×