ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গার্মেন্ট ঝুটের ৫০ গুদামে আগুন

প্রকাশিত: ১২:৪৮, ৭ মে ২০১৯

টঙ্গীতে গার্মেন্ট ঝুটের ৫০  গুদামে  আগুন

নূরুল ইসলাম, টঙ্গী থেকে ॥ সোমবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর দত্তপাড়া কলাবাগান এলাকায় ঝুটের গোডাউনে এক ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। টঙ্গী, গাজীপুর, ক্যান্টমেন্ট ও ঢাকার আশপাশ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মধ্যরাতের পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে ১০ জন সাধারণ মানুষ সামান্য আহত হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র আতিকুর রহমান জনকণ্ঠকে জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে ছুটে আসে। তিনি আরও জানান স্থানীয় আবুল হোসেন সিবো কমিশনারের মালিকানাধীন ঝুটের গোডাউনগুলোতে আগুন লাগে। তাদের পরিবার তাদের জমির ওপর ঝুটের গোডাউনগুলো ভাড়া দিয়েছিল। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বনমালা ফাইসন্স রোডের মাঝামাঝি এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় ৫০টি তুলার গোডাউন আগুনে পুড়ে গেছে। দক্ষিণের বাতাসে আগুনের লেলিহান শিখা ঝুটের আগুনে উত্তর দিতে অগ্রসর হতে থাকে। ঝুটের গোডাউন ছাড়াও আশপাশের কয়েকটি বাড়িঘরে আগুন লাগে। কয়েকটি বহুতল ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে আশপাশে থাকা বিল্ডিংগুলোর লোকজন তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। রোজার তারাবির সময় লাগা আগুন রাত ১২ পর্যন্ত জ্বলছিল। হাজার হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায় এবং আগুন নেভানোর কাজে সহযোগিতা করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু জনকণ্ঠকে জানান, আগুনের লেলিহান শিখা মধ্যরাতের পরও ধাও ধাও করে জ্বলছিল। তিনি আরও জানান, টিনশেড ঘরের ভেতরে ঝুটের গোডাউনগুলো ছিল। এক এক করে সবগুলো ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।
×