ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টিভিতে সংবাদের সময় কোন বিজ্ঞাপন নয়

প্রকাশিত: ১০:৫৮, ৭ মে ২০১৯

 টিভিতে সংবাদের সময় কোন বিজ্ঞাপন নয়

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদের সময় কোন ধরনের বাণিজ্যিক স্পনসরের বিজ্ঞাপন প্রচার করা যাবে না এমন আদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়েছে। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার এই আদেশ প্রদান করেছে। উদাহরণ হিসেবে ‘অমুক ব্যাংক বাণিজ্য সংবাদ’, ‘তমুক হাসপাতাল স্বাস্থ্য সংবাদ’- এ ধরনের কোন টাইটেল স্পন্সর করে আগামী ১ সেপ্টেম্বর থেকে কোন সংবাদ পরিবেশন করা যাবে না। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। তাকে সহযোগিতা করেন আইনজীবী আবুল কাশেম ও শেখ তাহসান আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। চ্যানেল ২৪ এর পক্ষে ছিলেন আইনজীবী আসাদুজ্জামান। আদালত বলে, আমরা টিভির খবরগুলো দেখতে চাই স্বচ্ছতার সঙ্গে। কিন্তু সেখানে খবরগুলো যদি স্পনসর হয়ে যায়, তাহলে তো এই স্বচ্ছতা আর থাকল না। আদেশের পর ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ সাংবাদিকদের বলেন, সংবাদের মধ্যে আমরা যেমন দেখতে পাই, ‘ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ’, ‘এপোলো হাসপাতাল স্বাস্থ্য সংবাদ’- এই ধরনের কোন টাইটেলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সংবাদ পরিবেশন করা যাবে না। সোমবার শুনানি নিয়ে আদালত বাণিজ্যিক স্পনসরের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে।
×