ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাগতিক আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু

বাংলাদেশ-আইরিশ উলভস প্রস্তুতি ম্যাচ আজ

প্রকাশিত: ১১:৪৩, ৫ মে ২০১৯

বাংলাদেশ-আইরিশ উলভস প্রস্তুতি ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে আজ। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এ সিরিজে বাংলাদেশের মিশন শুরু হবে মঙ্গলবার। সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় দুপুর পৌনে চারটায় শুরু হবে। তবে আয়ারল্যান্ড সময় অনুযায়ী সকাল পৌনে এগারোটায় ম্যাচ শুরু হবে। তাই সবগুলো ম্যাচ দিনেই শেষ হয়ে যাবে। সিরিজে নামার আগে আজ আইরিশ উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবে বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় ম্যাচটি শুরু হবে। ত্রিদেশীয় সিরিজে তিন দল খেলবে। মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশসহ উইলিয়ামস পোর্টারফিল্ডের আয়ারল্যান্ড ও জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ আছে। তিন দলই পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। যে দুটি দল পয়েন্ট তালিকায় ওপরে থাকবে তারাই ফাইনাল খেলবে। ফাইনাল ১৭ মে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচে। দুটি ভেন্যুতে ম্যাচগুলো হবে। ডাবলিনের ম্যালাহাইডের দ্য ভিলেজ ও ক্যাসল এভিনিউয়ে হবে ম্যাচগুলো। ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলে মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মন, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা রয়েছেন। ১৯ সদস্যের দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড গেছে বাংলাদেশ দল। সবার আগে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলটিতে জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, সেলডন কর্টেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল এ্যামব্রিস, রায়মন রেইফার, ফ্যাবিয়েন এ্যালেন, আশলে নার্স, রোস্টন চেজ, শেন ডরউইচ ও জোনাথন কার্টার রয়েছেন। স্বাগতিক আয়ারল্যান্ড সবার শেষে দল ঘোষণা করেছে। তবে আইরিশরা নিজেদের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। আইরিশদের ‘এ’ দল বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের পারফর্মেন্স দেখে আইরিশরা ঘোষণা করবে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ভাগের দল। প্রথম দুই ম্যাচের জন্য আইরিশ দলটিতে আছেন উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এ্যান্ড্রু বালবার্নি, জর্জ ডকরেল, জশ লিটল, এ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, টিম মারটাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড রানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, লর্কান টাকার ও গ্যারি উইলসন। আইরিশ উলভসে খেলবেন হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিংহ, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং। ত্রিদেশীয় সিরিজের তিন দলের মধ্যে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিশ্বকাপ দলে যারা আছেন এবং যারা বিশ্বকাপ দলে আসতে পারেন তারা সবাই খেলবেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলে তেমন নয়। পুরো শক্তির দল থাকছে না ত্রিদেশীয় সিরিজে। বিশ্বকাপ দলের অনেকেই থাকছেন অনুপস্থিত। বিশেষ করে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে থাকা আন্দ্রে রাসেল, ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, কার্লোস ব্রেথওয়েট, ওশানে থমাস, আলজারি জোসেফ ও নিকোলাস পুরানের মতো কোন উইন্ডিজ তারকাই থাকছেন না। সিরিজে বাংলাদেশ দলই আছে যারা বিশ্বকাপের প্রস্তুতি পুরোদমে নেবে। ত্রিদেশীয় সিরিজ খেলেই বিশ্বকাপের মিশনে নামতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলার পর ৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ ও ১৫ মে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই করবে মাশরাফিবাহিনী। যদি বাংলাদেশ ফাইনালে ওঠে তাহলে ১৭ মে শিরোপা নির্ধারণী ম্যাচও খেলবে। আজ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ম্যাচ খেলার প্রস্তুতিও শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের। সিরিজের সূচী তারিখ প্রতিপক্ষ ভেন্যু ৫ মে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ক্যাসল এভিনিউ ৭ মে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্যাসল এভিনিউ ৯ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্য ভিলেজ, ম্যালাহাইড ১১ মে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্য ভিলেজ, ম্যালাহাইড ১৩ মে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্য ভিলেজ, ম্যালাহাইড ১৫ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্যাসল এভিনিউ ১৭ মে ফাইনাল দ্য ভিলেজ, ম্যালাহাইড
×