ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মমতার অবস্থা নড়বড়ে ॥ অমিত শাহ

প্রকাশিত: ১১:১৫, ৫ মে ২০১৯

মমতার অবস্থা নড়বড়ে ॥ অমিত শাহ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে জনমনে ‘ক্ষোভ’ তৈরি হয়েছে। অমিত শাহ মনে করেন, মমতা সরকার পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। শনিবার ইন্ডিয়া টুডে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাতকারে শাহ এ মন্তব্য করেন। ১৭তম লোকসভা নির্বাচনের পরবর্তী দফা ভোটগ্রহণ সোমবার। তবে চতুর্থ দফায় যে লোকসভার ১২ আসনে ভোটগ্রহণ করা সম্ভব হয়নি রবিবার ওই আসনগুলোতে ভোট নেয়া হবে। খবর ইন্ডিয়া টুডে, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও ওয়েবসাইট। অমিত শাহ বলেন, ‘কোন সরকারের পতন ঘটানো আমাদের কাজ নয়। তবে নিজের ভারেই যদি কারও সরকারের পতন ঘটে সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। (মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন) পারলে আপনার সরকার বাঁচান।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে এ বিষয়ে মমতাকে সতর্ক করার পর অমিত এদিন এ বিষয়ে মুখ খুললেন। সোমবার এক নির্বাচনী সমাবেশে মোদি বলেছিলেন, ‘২৩ মে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। পদ্ম সব জায়গায় ফুটবে। দিদি আপনার এমএলএরা (এমপি) বিজেপিতে যোগ দেয়ার জন্য তৈরি হচ্ছে। আজই তৃণমূলের ৪০ জন এমএলএ আমার সঙ্গে যোগাযোগ করেছে।’ মোদির এ বক্তব্য বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনার ঝড় তোলে। তারা অভিযোগ করে বিজেপি অর্থের বিনিময়ে দলে লোক ভেড়ানোর চেষ্টা করছে। মোদির লেফটেন্যান্ট খ্যাত শাহ ওই বিতর্ক আবার উস্কে দিয়ে বলেন, ‘মমতার নেতৃত্বাধীন পশ্চিববঙ্গে এখন আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘এবার তৃণমূলের পতন ঘটলে তাদের পক্ষে আত্মরক্ষা করা কঠিন হবে।’ এদিকে মঙ্গলবার বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৩৮ জন প্রার্থীর নাম ঘোষণা করে প্রদেশ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথ খোলা রাখেন। কংগ্রেসের সঙ্গে আলোচনা সফল হলে বামফ্রন্ট কিছু আলোচনা ছেড়ে দিতে পারে, বসুর বক্তব্য থেকে এমন ইঙ্গিত পাওয়া যায়। বুধবার বিকেল পর্যন্ত কংগ্রেসের উত্তরের অপেক্ষায় থাকবে বামফ্রন্ট। ফ্রন্টের ৩৮ জনের প্রার্থী তালিকা সাতজন নারী রয়েছেন। বাম শরিক ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই তিনটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সিপিএম ২৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজ্যে তৃণমূল-বিজেপিকে আটকাতে বাম-কংগ্রেস জোট বেঁধেছে। যদিও দুই দলের মধ্যে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি।
×