ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ০৯:২৯, ৫ মে ২০১৯

রাজবাড়ীতে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ মে ॥ রাজবাড়ীতে বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন- বাসের যাত্রী সাতক্ষীরার বাসিন্দা রওশন আলী (৪০) ও আছমা আক্তার ডলি (৩৫)। জানা গেছে, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা গ্রীন বাংলা পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার উদ্দেশে দৌলতদিয়া ঘাটে আসে। ঘূর্ণিঝড় ফণীর কারণে ফেরি বন্ধ ও যানজট থাকায় বাসটি দৌলতদিয়া ঘাট থেকে বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর বাজার এলাকায় এলে বিপরীত থেকে আসা একটি মাছবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছনে থাকা একটি মাইক্রোবাসও বাসের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন। দুর্ঘটনার কারণে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
×