ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পতনের বাজারেও বিও বেড়েছে ৩ হাজার

প্রকাশিত: ১২:০৭, ৩ মে ২০১৯

 পতনের বাজারেও বিও  বেড়েছে ৩ হাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে নেতিবাচক পরিস্থিতি বিরাজ করার পরও চলতি বছরের এপ্রিল মাসে বিও হিসাব বেড়েছে। আলোচ্য মাসে এর পরিমাণ বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার। চলতি বছরের ২৯ এপ্রিল শেষে মোট বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৫ হাজার ১৭০টি। যা ৩১ মার্চ শেষে এর পরিমাণ ছিল ২৮ লাখ ৩১ হাজার ৬৬২টি। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। এপ্রিল মাস শেষে মোট ২৮ লাখ ৩৫ হাজার ১৭০ জন বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ২০ লাখ ৭৮ হাজার ৭৩১ জন। যা এর আগের মাস শেষে ছিল ২০ লাখ ৭৬ হাজার ৯৪ জন। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীর বিও বেড়েছে ২ হাজার ৬৩৭ টি। আলোচ্য সময়ে নারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৮৭১টি। নারী বিনিয়োগকারী বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৪৩৯টি। এর আগের মাস শেষে যা ছিল ৭ লাখ ৫৫ হাজার ৫৬৮টি। আলোচ্য মাসে কোম্পানি বিনিয়োগকারী বা কোম্পানি বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫০টিতে। এর আগের মাস শেষে যা ছিল ১৩ হাজার ৬৮টি। এছাড়া এই সময়ে ব্যক্তি হিসাবের পরিমাণ ১৭ লাখ ৮৯ হাজার ৮৬টি। যৌথ হিসাব ১০ লাখ ৪৬ হাজার ৮৪টি। প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবের পরিমাণ ১ লাখ ৭০ হাজার ২৬৬টি, সাধারণ বিনিয়োগকারীর বিও সংখ্যা ২৬ লাখ ৬৪ হাজার ৯০৪টি।
×