ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মামলার জট নিয়ে ফুলকোর্ট সভায় আলোচনা

প্রকাশিত: ১০:৪৫, ৩ মে ২০১৯

  মামলার জট নিয়ে ফুলকোর্ট সভায় আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ মামলার জট এবং মামলা ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার ফুলকোর্ট সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিকেল তিনটায় সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়। আর শেষ হয় বিকেল ৫টায়। সভায় ১৫ জন বিচারপতি তাদের অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন। এদিকে সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেছেন, বৈঠকে আমরা ছিলাম না। কাজেই কোন ব্রিফিং দেয়া হবে না। তবে অন্য একটি সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সকল বিচারপতিকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। মামলা জট যাতে না বাড়ে সে বিষয়টি নজর দিতে বলেছেন। মামলাগুলো নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এর আগে, গত ২৭ এপ্রিল সুপ্রীমকোর্টের সব বিচারপতির সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন প্রধান বিচারপতি। গত ৩০ এপ্রিল সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপীল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডাকা হয়েছে। রমজানে আদালতের সময়সূচী ॥ পবিত্র রমজান মাসে সুপ্রীমকোর্টে অফিসের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে হাইকোর্ট বিভাগে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৯ থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা দুপুর ১ থেকে দেড়টা পর্যন্ত বিরতি রাখা হয়েছে।
×