ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানের এমডি মোসাদ্দেকের বিদায়

প্রকাশিত: ১৩:২১, ১ মে ২০১৯

বিমানের এমডি  মোসাদ্দেকের বিদায়

বিডিনিউজ ॥ নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে এ এম মোসাদ্দেক আহমেদকে অপসারণ করা হয়েছে। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার খবর মঙ্গলবার রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহীবুল হক নিশ্চিত করেছেন। সচিব বলেন, ‘বিমান পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মঙ্গলবার অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটি তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে।’ নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানান মহীবুল। মোসাদ্দেক চুক্তিভিত্তিক নিয়োগে গত তিন বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইওর পদে ছিলেন। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩০ মে। তার আগেই তাকে সরতে হল। অবসরে যাওয়ার পর ২০১৬ সালের ১ জুন এমডি ও সিইও হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় মোসাদ্দেককে। এরপর তার চুক্তি নবায়ন হচ্ছিল।
×