ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদ ৪৫ রানে হারাল পাঞ্জাবকে

প্রকাশিত: ১৩:২৯, ৩০ এপ্রিল ২০১৯

হায়দরাবাদ ৪৫ রানে হারাল পাঞ্জাবকে

জনকণ্ঠ ডেস্ক ॥ আইপিএলের ৪৮তম ম্যাচে সানরাইজার্স হাায়দরাবাদ ৪৫ রানে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি হয়। হয়াদরাবাদ প্রথমে ব্যাট করে ২১২ রানের বড় স্কোর করে। জবাবে খেলতে নেমে আট উইকেটে পাঞ্জাব করে ১৬৭ রান। হয়াদরাবাদের শুরুটা দুর্দান্ত হয়, ডেভিড ওয়ার্নার আর রিদ্ধিমান সাহা প্রথম উইকেটের জন্য ৬.২ ওভারে ৭৮ রান যোগ করেন। এরপর ডেভিড ওয়ার্নার আর মনীষ পাণ্ডে দ্বিতীয় উইকেটের জন্যও ৮২ রানের পার্টনারশিপ গড়েন। মনীষ পা-ের আউট হওয়ার পরও ডেভিড ওয়ার্নার ঝড়ো ব্যাটিং করতে থাকেন আর তার ঝড়ো ইনিংসের সৌজন্যেই সানরাইজার্স দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের এক বড় স্কোর করতে সফল হয়। দলের হয়ে সবচেয়ে বেশি ৫৬ বলে ৮১ রানের ইনিংস ডেভিড ওয়ার্নার খেলেন। জবাবে লক্ষ্য তাড়া করতে নামা কিংস ইলেভেন পাঞ্জাবের শুরুটা খারাপ হয় তাদের ওপেনার ব্যাটসম্যান ক্রিস গেইল (৪) দলের মাত্র ১১ রানের স্কোরে আউট হয়ে যান। দ্বিতীয় উইকেটের হয়ে কেএল রাহুল আর ময়ঙ্ক আগরওয়াল ৬০ রানের পার্টনারশিপ গড়েন। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি ৫৬ বলে ৭৯ রানের ইনিংস কেএল রাহুল খেলেন। - ক্রিকইনফো
×