ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্লে-অফের আশা শেষ কেকেআরের!

প্রকাশিত: ১১:৪৫, ২৮ এপ্রিল ২০১৯

প্লে-অফের আশা শেষ কেকেআরের!

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শুরুটা দুর্দান্ত হলেও সময় যত গড়িয়েছে ততই টুর্নামেন্ট থেকে হারিয়ে যেতে বসেছে কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)। টানা হারের বৃত্তে বন্দী নাইটরা এখন কার্যত লীগপর্ব থেকে বিদায়ের প্রহর গুনছে। নিজেদের জয়, নেট রান রেট আর অন্যদের হারের দিকে তাকিয়ে প্লে-অফে খেলার যতটুকু আশা টিকে আছে আজ শক্তিধর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারলে সেটিও শেষ হয়ে যাবে। ১১ ম্যাচে ৭ হারের বিপরীতে মাত্র ৪ জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে দীনেশ কার্তিকের দল। বাকি ৩টি ম্যাচ। শুক্রবার চেন্নাই কিংসের বিপক্ষে মুম্বাইর জয় নাইটদের রক্তচাপ আরও বাড়িয়ে দিয়েছে। ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মাদের নেট রান রেট +০.৫৩৭। যার অর্থ আজ মুম্বাইর বিপক্ষে কেবল জয় নয়, নেট রান রেট বাড়ানোর দিকেও নজর দিতে হবে শাহরুখ খানের দলকে। নাইটদের মতোই সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কলকাতার নেট রান রেট -০.০৫০। যা খুব খারাপ বললেও কম বলা হবে। শেষ তিন ম্যাচে জয়ের পাশাপাশি এখন নেট রানরেট বাড়তি চিন্তা নাইটদের। আর আজ মুম্বাইর কাছে হারা মানেই এবারের মতো আইপিএলে অভিযান শেষ কেকেআরের। উল্লেখ্য, ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের প্লে-অফে ওঠা নিশ্চিত। আর ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মুম্বাইর এখনও ৩টি ম্যাচ বাকি আছে। যার একটিতে জিতলেই তাদেরও প্লে-অফ নিশ্চিত। ঠিক একই অবস্থা আসরের অন্যতম চমক দিল্লী ক্যাপিটালসেরও। ব্যতিক্রম কিছু না ঘটলে চেন্নাই, মুম্বাইর সঙ্গে দিল্লীরও টিকেট নিশ্চিত। পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দারবাদ, কিংস ইলেভেন পাঞ্জাবেরও (পঞ্চম) একই অবস্থা। কিন্তু দুটি দলেইর ৪টি করে ম্যাচ বাকি আছে। তাহলে কেকেআরের আর আশা কোথায়? (বি: দ্র: পয়েন্টের সকল হিসাব শনিবারের ম্যাচের আগ পর্যন্ত)। জাতীয় আঞ্চলিক কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় কাবাডিতে শনিবার তিনটি জোনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলায় (সুরমা জোন) ফাইনালে মৌলভীবাজার জেলা ৪১-১০ পয়েন্টে সিলেট জেলাকে, মানিকগঞ্জ জেলায় (ব্রহ্মপুত্র জোন) ফাইনালে ময়মনসিংহ জেলা ৫২-২৫ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে এবং নোয়াখালী জেলায় (কর্ণফুলী জোন) ফাইনালে কুমিল্লা জেলা ৩৬-১৮ পয়েন্টে নোয়াখালী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
×