ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রাচ্য পলাশের ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’ প্রামাণ্য চলচ্চিত্রের প্রিমিয়ার

প্রকাশিত: ০৮:৫৩, ২৭ এপ্রিল ২০১৯

 প্রাচ্য পলাশের ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’ প্রামাণ্য চলচ্চিত্রের প্রিমিয়ার

সংস্কৃতি ডেস্ক ॥ তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্র্মিত ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’ প্রামাণ্য চলচ্চিত্রের প্রিমিয়ার শো সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’ প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ। এ সময় তিনি বলেন, বাঙালী জাতির এ যাবতকালের শ্রেষ্ঠ অর্জন একাত্তরের মুক্তিযুদ্ধ ও বিজয়। বাঙালী বিজয় অর্জন করেছে এখন থেকে আটচল্লিশ বছর আগে। মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলা গড়ার সংগ্রাম চলমান। এ সংগ্রামে বাঙালীর বিজয় এগিয়ে নিতে নতুন প্রজন্মের মাঝে বিজয়ের চেতনার জাগরণ ঘটাতে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’। সংক্ষিপ্ত আলোচনার পরেই চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত ছয় মিনিট দৈর্ঘ্যরে প্রামাণ্য চলচ্চিত্র ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শো অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সরকারী-আধা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃস্থানীয় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ প্রামাণ্য চলচ্চিত্রটি গত ১০, ১১, ১২ ও ১৬ ডিসেম্বর ২০১৮ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে এর চিত্রধারণ করা হয়। প্রামাণ্য চলচ্চিত্রে জাতীয় পতাকা শোভিত বিজয় র‌্যালি, দেয়ালিকা উৎসব, ক্ষুদে লিখিয়ে কর্মশালা, মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত বিভিন্ন স্মৃতিস্তম্ভ-মিনার ইত্যাদি উঠে এসেছে। নির্মাতা জানান, দেশের আপামর জনতার দেশপ্রেমের জাগরণই পারে একটি সর্বাঙ্গীন উন্নত বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু করতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত করার মহতী উদ্যোগে আমাকে সম্পৃক্ত করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ।
×