ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, জেল, জরিমানা

প্রকাশিত: ১১:০৪, ২৪ এপ্রিল ২০১৯

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, জেল, জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাদামতলীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। মঙ্গলবার পুরান ঢাকার বাদামতলীর মেসার্স মৌসুমি ট্রেডার্সে অভিযান চালিয়ে দু’বছরের মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র‌্যাব-১০। এ খেজুর ২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এখানে পাওয়া গেছে আমদানি করা কয়েক টন খেজুর। মেয়াদ শেষ হওয়ায় ২০১৮ সালে পুরনো স্টিকার ছিঁড়ে নতুন স্টিকার লাগানো হয়। সেটির মেয়াদ ছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ ভুয়া মেয়াদও শেষ। এমন কা-ে হতবাক র‌্যাব ম্যাজিস্ট্রেট। অভিযানের শুরুতে মৌসুমি ট্রেডার্সের দুটি গুদামে যায় র‌্যাব। দেখা যায়-সেখানে বিপুল পরিমাণে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ রয়েছে।
×