ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি

প্রকাশিত: ১১:৪৪, ২৩ এপ্রিল ২০১৯

সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ খড়িয়াডাঙ্গায় সংখ্যালঘুদের ওপর সন্ত্রীদের হামলা, আখড়া খোলায় ৫টি সাধুখাঁ পরিবারের জমি দখলের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানোর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা। একই সঙ্গে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাসহ সাম্প্রতিককালে ঘটে যাওয়া সকল নারী হত্যা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এই কর্মসূচী পালন করা হয়। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পূজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন শীল, এ্যাডবোকেট অনিত মুখার্জী, সাংবাদিক রঘুনাথ খাঁ, জাসদ নেতা সুধাংশু সরকার। সিলেটে নার্সকে যৌন হয়রানির প্রতিবাদ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানি ও হুমকির দায়ে অভিযুক্ত কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালক ডাঃ আমীরুল হাসানকে দ্রুত অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন সিওমেক শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালকের শাস্তি দাবির পাশাপাশি নির্যাতিতা সিনিয়র স্টাফ নার্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বিএনএর সভাপতি সামিমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় উপস্থিত ছিলেন- বিএনএ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার উপদেষ্টা পরিমল বনিক, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
×