ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে নদী খননে অনিয়ম

প্রকাশিত: ১১:৪৩, ২৩ এপ্রিল ২০১৯

মাদারীপুরে নদী খননে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ এপ্রিল ॥ মাদারীপুরে নদী খননে অনিয়মের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান জালাল ট্রেডার্সকে বাতিল করা হয়েছে। রবিবার বিকেলে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদসহ উর্ধতন কর্মকর্তারা শিবচরে ময়নাকাটা নদীতে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে প্রকল্পের ব্যাপক অনিয়ম দেখে এ সিদ্ধান্ত নেন। পরিদর্শনকালে কাজের অগ্রগতির কোন সত্যতা খুঁজে পায়নি নেতৃবৃন্দ। অথচ প্রকল্পের ২৫ ভাগ টাকা উত্তোলন করে নিয়ে গেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা গেছে, শিবচরে ময়নাকাটা নদী খনন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৬ কোটি সাড়ে ১৩ লাখ টাকা। প্রকল্প ২০১৭ সালের ২৩ মে মাসে শুরু হয়ে ২০১৯ সালের ২২ এপ্রিল সম্পন্ন হওয়ার কথা ছিল। ১২০ ফুট প্রশস্ততায় সাড়ে ৭ ফুট গভীরতায় খনন ও ২ হাজার ফুট দূরত্বে খননকৃত পলি অপসারণের কথা ছিল। কিন্তু নদীবুকেই মাটি ফেলে নদীকে আরও সঙ্কুুচিত করে ঠিকাদারি প্রতিষ্ঠান। নেতৃবৃন্দ এ সময় ময়নাকাটা নদীর ওপর শেখ হাসিনা সেতু উদ্বোধন, স্মার্ট কার্ড বিতরণ ও কাঁঠালবাড়ি ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাটের ব্যবস্থাপনা সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম. মাহবুবুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ^াস, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত হাওলাদার, মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।
×