ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে ॥ ভোলায় তোফায়েল

প্রকাশিত: ১১:৩৭, ২৩ এপ্রিল ২০১৯

বিএনপি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে ॥ ভোলায় তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২২ এপ্রিল ॥ খালেদা জিয়ার প্যারলে মুক্তি প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্যারোলÑ যে বন্দী তার চাইতে হয় না, চাইতে হয় তার পরিবারের। তাদের দল বলেছে তারা চায় না। আইন মতো তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি আরও বলেন, আমি মনে করি, তাদের পার্লামেন্টে আসা উচিত। না আসলে নির্ধারিত সময়ের পর তাদের সদস্য পদ চলে যাবে। যখন পার্লামেন্টে কথা বলার লোক থাকবে না তখন এই পার্টিকে (বিএনপি) খুঁজেও পাওয়া যাবে না। রবিবার সকালে ভোলা গাজিপুর রোডের তোফায়েল আহমদের বাস ভবনে জাতীয় শ্রমিক লীগের ভোলা সদর ও পৌর শাখার নব গঠিত কার্যকারী কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি ধীরে ধীরে ক্ষয়িষ্ণু দলে পরিণত হতে চলে চলেছে। পরিবারের সদস্য ছাড়া খালেদা জিয়া এবং তার ছেলে কাউকে বিশ্বাস করে না। যেখানে বিশ্বাসের ঘাটতি। বিএনপির কি আর কোন নেতা ছিল না? আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশে গেছেন তখন দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাজেদা চৌধুরী। কারণ তিনি সিনিয়র। তিনি (দলের প্রধান) যখন জেলে গেছেন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন জিল্লুর রহমান। কিন্তু খালেদা জিয়ার অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি তার ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান। তিনি প্রশ্ন রাখেন তাহলে কি সেই দল চলবে? ভোলা জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের মিয়া সভায় সভাপতিত্ব করেন।
×