ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুরস্মৃতি সঙ্গীত একাডেমির বৈশাখ উদ্যাপন

প্রকাশিত: ১২:২৭, ১৮ এপ্রিল ২০১৯

সুরস্মৃতি সঙ্গীত একাডেমির বৈশাখ উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ গান, নাচ, অভিনয়, আবৃত্তি এবং অতিথি আপ্যায়নের মাধ্যমে বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে বরণ করে নিল ‘সুরস্মৃতি সঙ্গীত একাডেমির’ শিক্ষার্থীরা। গত ১৫ এপ্রিল বৈশাখের দ্বিতীয় দিনে রাজধানীর মগবাজারের ‘সুরস্মৃতি সঙ্গীত একাডেমির’ নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা বসে। অনুষ্ঠানে ইস্পাহানী বালিকা বিদ্যালয় কলেজের শিক্ষক অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন এ্যাডভোকেট খন্দকার মেহেবুব আলাম, সাংবাদিক সাজু আহমেদ, নির্মাতা সজীব দাসসহ আরও অনেকেই। ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মাধ্যমে পহেলা বৈশাখকে বরণ করে নেয়। এরপর একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা পরিবেশন করে ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’ শীর্ষক সম্মিলক গান। এরপর ধাধা, ছড়াগান ‘আমার কাছে আম আছে আঁটি তাতে নেই’, ‘টকবগ টকবগ টাট্টু ঘোড়া’ গানের সঙ্গে নানা নাতির অভিনয়ে মুগ্ধ হয় দর্শক। এরপর বিড়াল ইঁদুরের দুষ্টু মিস্টি গান করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে দলীয় গান করে প্রিয়ন্তি, প্রকৃতি, দীপ্র, অভ্র, শতদ্রু, অগ্নি, শ্রেষ্ঠ, অর্পিতা, পিতু, ওয়াফি, কারিমা, আলফি, জামিয়া, ফাতিমা, সেজুতি, বৃন্তা, প্রজ্ঞা, সপ্তর্ষি, মাঈশা, জারা, প্রযুক্তা, সোহাম, শ্রাবন্তি ও জাহিন। এরপর একে একে গান গেয়ে শোনায় প্রকৃতি ‘প্রথম কথা শিখেছি’, বৃন্তা পরিবেশন করে ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুরিয়ে ফেলে’, কারিমা গেয়ে শোনায় ‘তোমার খোলা হাওয়া’, ইমন পরিবেশন করে ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, প্রিয়ন্তি পরিবেশন করে ‘বাউলা কে বানাইলো রে’, স্মৃতিকণা পরিবেশন করেন ‘বলি ও ননদী আরও দুমুঠো চাল’ প্রভৃতি গান। এরপর ‘রান্না’ শীর্ষক কবিতা আবৃত্তি করে আলফি। একক অভিনয় করে সোহাম। একক নৃত্য পরিবেশন করে সেজুতি ও সুহিতা। দ্বৈত সঙ্গীত পরিবেশন করে শ্রাবন্তী ও সেজুতি, ফাতেমা ও জামিয়া, সপ্তর্ষি ও প্রজ্ঞা। অনুষ্ঠানে শিল্পীদের যন্ত্র সঙ্গীতে সহায়তা করেন তবলায় জয় সিংহ রায় এবং কিবোর্ডে কাজল শূদ্র দাস। অনুষ্ঠান উপস্থাপনা করে প্রিয়ন্তী অধিকারী। সার্বিক পরিচালনায় ছিলেন সুরস্মৃতি সঙ্গীত একাডেমির শিক্ষক স্মৃতিকণা পাল। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়। সবশেষে লুচি আলুর দম, ডাল, পায়েস দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
×