ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমজানে শনিবারও খোলা থাকবে

প্রকাশিত: ১১:৫৩, ১৮ এপ্রিল ২০১৯

রমজানে শনিবারও খোলা থাকবে

রমজান উপলক্ষে সার্বক্ষণিক পণ্য পরীক্ষণ সুবিধা চালু রাখার স্বার্থে শনিবারও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ল্যাবরেটরিসমূহ খোলা রাখার নির্দেশ দিয়েছেন বিএসটিআই মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইন। পাশাপাশি পণ্যের মাননিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কঠোর হতে নির্দেশ দেন তিনি। বুধবার বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পরিচালক (সিএম) প্রকৌশলী এস.এম. ইসহাক আলীসহ সব পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিএসটিআই মহাপরিচালক জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বেশি ব্যবহৃত হয় এমন কিছু পণ্যের দুই শতাধিক নমুনা বাজার থেকে সংগ্রহ করে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষণের জন্য জমা দেয়া হয়েছে। আরও নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। -বিজ্ঞপ্তি
×