ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডিএসইর সূচকে এসএস স্টিলের অন্তর্ভুক্তি

প্রকাশিত: ০৯:৩৯, ১৭ এপ্রিল ২০১৯

ডিএসইর সূচকে এসএস স্টিলের অন্তর্ভুক্তি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হয়েছে এসএস স্টিল। যা ২২ এপ্রিল থেকে কার্যকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই কর্তৃপক্ষ প্রতি প্রান্তিকে ডিএসইএক্স সমন্বয় করে। এক্ষেত্রে সাধারণত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে এই সূচকে অন্তর্ভুক্ত হয়েছে এসএস স্টিল। উল্লেখ্য, সূচক সমন্বয়ের জন্য নির্ধারিত সময়ে লেনদেন শুরু হওয়া কোম্পানিগুলোকে ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনায় নেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার বিএসআরএমের নতুন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিএসআরএম স্টিলের নতুন তরলীকরণ ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ এপ্রিল থেকে নতুন তরলীকরণ ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে। নতুন এই ইউনিটে বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪ লাখ ৩০ হাজার মেট্রিকটন এমএস বেল্ট। -অর্থনৈতিক রিপোর্টার
×