ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বৈশাখে দেবলীনা সুরের গানচিত্র ‘খেলাঘর’

প্রকাশিত: ০৯:২৯, ১৬ এপ্রিল ২০১৯

বৈশাখে দেবলীনা সুরের গানচিত্র ‘খেলাঘর’

স্টাফ রিপোর্টার ॥ দেবলীনা সুরের রবীন্দ্রসঙ্গীতের অডিও এ্যালবাম ‘কী হাওয়ায় মাতালো’ থেকে এবার দ্বিতীয় গানচিত্র ‘খেলাঘর’ এই বৈশাখে প্রকাশ পাবে। এই গানচিত্রের শূটিং হয়েছে ভারতের বোলপুর, শান্তি নিকেতনের খোয়াই হাট, শালবন ও সাঁওতাল পল্লীতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেলা ঘর বাঁধতে লেগেছি’ দেবলীনার গাওয়া এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন ভারতের রণজয় ভট্টাচার্য্য। ক’দিন আগে এই সঙ্গীত পরিচালকের ‘সোয়েটার’ চলচ্চিত্রের গান ‘প্রেমে পরা বারণ’ দুই বাংলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানচিত্রটি সম্পর্কে শিল্পী দেবলীনা সুর জানান আমার গাওয়া রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘কী হাওয়ায় মাতালো’ থেকে ‘মোর ভাবনারে কী হাওয়ায়’-এর মিউজিক ভিডিও প্রকাশের পর শ্রোতা-দর্শকদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি। তাই এ্যালবাম থেকে আরেকটি গানের ভিডিও করা। ‘খেলাঘর’ গানচিত্র পরিচালনা করেছেন সুমন সাহা। চিত্রগ্রহণ করেছেন অতনু সর ও অজিত মাইতি। গানচিত্রের সম্পাদনা শেষে বৈশাখের শুরুতে গানের ভিডিওটি গানওয়ালার ইউটিউবে মুক্ত করা হয়। এ ছাড়াও ভারতের চ্যানেল আকাশ-৮ সহ দেশের টিভি চ্যানেলগুলোতে গানটি প্রচার হবে। আশা করি গানচিত্রটি সবার ভাল লাগবে।
×