ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

প্রকাশিত: ১০:৫১, ১৩ এপ্রিল ২০১৯

 নীলফামারীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ এই প্রবাদকে কাজে লাগিয়ে নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়া (খালিসাপাড়া) গ্রামে স্বেচ্ছাশ্রমে আব্দুল আজিজের বাড়ি হতে হানিফার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শুরু করেছে। এটি শেষ হতে প্রায় তিনদিন লাগবে। শুক্রবার সকাল ৯টা হতে ওই এলাকার খালিসাপাড়া যুব সমাজের যুবরা স্বেচ্ছাশ্রমে এই কাজ শুরু করে। ওই কাঁচা সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার হলে ওই এলাকার চারশ’ পরিবারের চলাচল ভোগান্তি কমবে। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বলেন, প্রকৃতপক্ষে ওই রাস্তাটির ধারে রয়েছে বড় বড় খাল। বর্ষার সময় রাস্তা ভেঙ্গে যায়। এটি সংস্কার কাজ করতে গেলে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার দরকার হত। কিন্তু সরকারী কোন বাজেট বা বরাদ্দ না পাওয়ায় ইউনিয়ন পরিষদ ও এলাকার যুব সমাজ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজটি শুরু করা হয়েছে। ওই এলাকার সহিদুর রহমান বলেন, এখানে প্রায় চারশ’ পরিবার দীর্ঘদিন থেকে ওই ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। বর্ষার সময় আরও কঠিন অবস্থা দাঁড়ায়। তাই ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহযোগিতা ও খালিসাপাড়া যুবসমাজের উদ্যোগে রাস্তাটি সংস্কার করা হচ্ছে।
×