ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুম শেষ হ্যারি কেনের!

প্রকাশিত: ১২:২৩, ১২ এপ্রিল ২০১৯

মৌসুম শেষ হ্যারি কেনের!

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারছেন না হ্যারি কেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের শেষে টটেনহ্যাম হটস্পারের কোচ মাউরিসিও পোচেত্তিনোই জানিয়েছেন তা। এর ফলে শিরোপার লড়াইয়ে টিকে থাকাটাও বেশ কঠিন বলে মনে করছেন স্পার্শদের এই অভিজ্ঞ কোচ। এ প্রসঙ্গে বিটি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে পোচেত্তিনো বলেন, ‘এটি খুবই দুঃখজনক। তার ইনজুরি আমাদের ভবিষ্যতের জন্য বেশ কঠিন হয়ে গেল। আমরা তাকে হারাতে যাচ্ছি। মৌসুমের বাকি সময় আমরা হয়তো তাকে আর পাব না।’ মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলার সময় ইনজুরিতে পড়েন তিনি। প্রতিপক্ষের ফ্যাবিয়ান ডেলফের সঙ্গে সংঘর্ষের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান হ্যারি কেন। এর ফলে ৫৮ মিনিটে তাকে মাঠ থেকে বের করে নেয়া হয়। সেই সময়ে কেনের বদলি হিসেবে মাঠে নামেন লুকাস মউরা। যদিওবা ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে স্পার্শরা। আগামী ১৭ এপ্রিল ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মোকাবেলা করবে টটেহম্যাম হটস্পার। তবে চলতি মৌসুমে হ্যারি কেনের এটাই প্রথম চোট নয়। এর আগে জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচেও ইনজুরিতে পড়েছিলেন স্পার্শদের এই ইংলিশ অধিনায়ক। হ্যারি কেন ছিটকে গেলেও আত্মবিশ্বাসী ইংলিশ ক্লাবটি। এ প্রসঙ্গে দলের অভিজ্ঞ গোলরক্ষক লোরিস বলেছিলেন, ‘আমরা সবাই জানি কেন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই আমাদের দলের সব কিছু নয়। ফুটবল দলীয় খেলা, আর সে কারণেই প্রতিটি খেলোয়াড়কেই তার দলকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে হবে। এবারের মৌসুমে প্রতিটি দলকেই অনেক চড়াই-উৎরাই পার করতে হচ্ছে। প্রতিটি খেলোয়াড়ই এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে শক্ত থাকা। লড়াই করা, সহযোগিতা করা ও প্রতিদ্বন্দ্বিতা করেই এগিয়ে যেতে হবে। এটা ঠিক যে মাঠে সম্ভাব্য সেরা সব খেলোয়াড়কে পাওয়াটা সৌভাগ্যের। তবে সবকিছুই ফুটবলের অংশ। প্রতিটি মৌসুমই ভিন্ন। প্রতিটি খেলোয়াড় ভিন্ন। তাকে ছাড়া আমরা কি করতে পারি সেটাও দেখার বিষয়।’ ইংলিশ প্রিমিয়ার লীগে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। ৩২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। তবে তিনে থাকা চেলসি স্পার্শদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। তারপরও ৬৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে সারির দল। অর্থাৎ পরের ম্যাচে জিতলেই চেলসিকে টপকে শীর্ষ তিনে পৌঁছে যাবে টটেনহ্যাম হটস্পার। অন্যদিকে ম্যানচেস্টার সিটি রয়েছে দ্বিতীয় স্থানে। ৩২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সিটিজেনরা। শুধু তাই নয়, এবার ইংল্যান্ডের প্রথম দল হিসেবে চার শিরোপা জয়েরও হাতছানি রয়েছে ম্যানচেস্টার সিটির। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্পার্শদের কাছে হারই যেন বদলে দিচ্ছে চিত্রনাট্য। যদিওবা ম্যানসিটির কোচ গার্ডিওলা আরও আগেই চার শিরোপা জেতাটাকে অসম্ভব বলে মন্তব্য করেছিলেন।
×