ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশুর নদীতে লঞ্চ ও বার্জ ডুবি ॥ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:৩৫, ১২ এপ্রিল ২০১৯

পশুর নদীতে লঞ্চ ও বার্জ ডুবি ॥ তিন লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কালবৈশাখী ঝড়ের কবলে বাগেরহাটের পশুর নদীতে ডুবে যাওয়া সারবাহী কার্গো ও লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের হারবাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এরা হলেন মংলা উপজেলার উত্তর মালগাছি গ্রামের মোসলেম শেখের ছেলে শাহ আলম শেখ (৫০) ও খুলনার লবণচোরা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জুয়েল (৩৫) এবং কাশেমপুর গ্রামের শেখ লতিফ (৬০)। উল্লেখ্য, ৯ এপ্রিল রাতে ঝড়ের কবলে পড়ে হারবাড়িয়া এলাকায় টিএসপি সারবাহী ‘এমভি হারদ্দা’ ও শ্রমিকবাহী লঞ্চ ‘এমএল আক্তার’ ডুবে যায়। দেড় কোটি টাকার ইয়াবাসহ দম্পতি আটক নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১১ এপ্রিল ॥ র‌্যাব-১ এর সদস্যরা টঙ্গী বাজার এলাকা থেকে ৩২ হাজার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক দম্পতিসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ লাখ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। বৃহস্পতিবার র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার আবদল্লাহ আল মামুন বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার রাতে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টঙ্গী দত্তপাড়া এলাকার রুবেল আহমেদ, নারায়ণগঞ্জের বন্দর এলাকার মোঃ বশির আহমেদ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস রিবা এবং ঝালকাঠির বৈশাগিয়া গ্রামের আনিসুর রহমান।
×