ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে পৌর মেয়র ও কাউন্সিলর সমর্থকদের ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ০৯:৩৩, ১২ এপ্রিল ২০১৯

কালকিনিতে পৌর মেয়র ও কাউন্সিলর সমর্থকদের ধাওয়া পাল্টাধাওয়া

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১১ এপ্রিল ॥ মাদারীপুরের কালকিনি পৌর মেয়র মোঃ এনায়েত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এক প্রতিবাদ সভার আয়োজন করেন আটজন পৌর কাউন্সেলর। বৃহস্পতিবার সকালে পৌর ভবন চত্বরে এ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়। এদিকে পৌর এলাকার বিভিন্ন হাট-বাজার, বাস-টার্মিনাল ও টলার ঘাট ইজারার রাজস্ব বন্ধের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একইস্থানে প্রতিবাদ সভার আহ্বান করেন পৌর মেয়র মোঃ এনায়েত হোসেন। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এবং ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে র‌্যাব ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, পৌর মেয়র মোঃ এনায়েত হোসেনের সঙ্গে মোঃ তোফাজ্জেল হোসেন দাদন, মোঃ হাবুল ও মোঃ জসিম উদ্দিনসহ আটজন পৌর কাউন্সিলরদের পৌরসভার বরাদ্দকৃত অর্থ ও উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে মেয়র মোঃ এনায়েত হোসেন ও আটজন কাউন্সিলর একই সময় একই স্থানে পাল্টা-পাল্টি প্রতিবাদ সভার আহ্বান করেন। পরে এ কর্মসূচী নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর র‌্যাব-৮ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় উভয়পক্ষের লোকজন বিভিন্ন স্লোগান এনে মিছিল প্রদর্শন করেন। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ প্রতিবাদ সভা নিয়ে উভয়পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
×