ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চোরাই তেল উদ্ধার

প্রকাশিত: ০৯:৩২, ১২ এপ্রিল ২০১৯

চোরাই তেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো রোডের চারটি চোরাই তেলের দোকানে অভিযান চালিয়ে ৪ হাজার ৯শ’ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় তেল চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ আকাশ (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে চোরাই তেল উদ্ধার করে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নিষিদ্ধ ওষুধ জব্দ নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১১ এপ্রিল ॥ গাজীপুর জেলা ওষুধ প্রশাসন বৃহস্পতিবার টঙ্গীর স্টেশন রোডে ড্রাগ লাইসেন্স পরিদর্শনকালে নিষিদ্ধ ওষুধ বাজারজাতকরণ এবং লাইসেন্স না থাকার অভিযোগে দুটি ফার্মাসিতে তালা লাগিয়ে সিলগালা করে দেয়া হয়েছে। এ সময় দুলাখ টাকার ওষুধ জব্দ করা হয়। গাজীপুর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক ডঃ আকতার হোসেন জনকণ্ঠকে জানান, শাহিন ফার্মাসি থেকে নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয় আর প্রান্ত ফার্মাসি ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধের ব্যবসা করে আসছিল। অভিযান চলাকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ এবং নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধও জব্দ করা হয়।
×