ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

প্রকাশিত: ০৯:৩১, ১২ এপ্রিল ২০১৯

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ এপ্রিল ॥ পূর্ব শত্রুতার জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও দশজন আহত হয়েছ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মদন উপজেলার আলমশ্রী গ্রামে। নিহত কৃষকের নাম বিবেক মিয়া (৩২)। তিনি ওই গ্রামের মৃত জিলধর মিয়ার ছেলে। জানা গেছে, আলমশ্রী গ্রামের কামরুল ইসলাম ও বেবুল মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে বেবুল মিয়ার লোকজন স্থানীয় কান্দার হাওরে কৃষিকাজ করতে গেলে কামরুল ইসলামের লোকজন প্রথমে হামলা চালায়। পরে বেবুল মিয়ার লোকজনও পাল্টা আক্রমণ করে। দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বল্লমের আঘাতে বেবুল মিয়ার পক্ষের বিবেক মিয়া ঘটনাস্থলে নিহত হন। এছাড়া উভয়পক্ষের দশজন আহত হন। ঝালকাঠিতে ফসলি জমি রক্ষার দাবি নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১১ এপ্রিল ॥ রাজাপুরে ফসলি জমি রক্ষার দাবিতে মনববন্ধন পালন করেছেন কৃষক ও জনতা। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার নৈকাঠি বাজার এলাকায় বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ওপর ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে কৃষক ছাড়াও বিভিন্ন শ্রেণউ-পেশার মানুষ আংশ নেয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, নৈকাঠি বাজার সংলগ্ন প্রায় ৭০ ফুট প্রশস্ত রাজাপুর-ভা-ারিয়া ভারানি খাল ভরাট করে ১৭ ফুট প্রশস্ত একটি কালভার্ট নির্মাণ কাজ চলছে। এতে ওই খাল ভরাট হয়ে সংকুচিত হয়ে পড়েছে। এ খালের সঙ্গে ছোট শাখা খালগুলোও ভরাট হয়ে যাচ্ছে। ফলে ওই এলাকার প্রায় ১০ হাজার একর ফসলি জমিতে ফসল উৎপাদনে ব্যাহত হওয়ার অশঙ্কা রয়েছে। আর ফসল উৎপাদনে ব্যাহত হলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। খালের গতিপথ থেমে গিয়ে খাল ভরাট হয়ে নৌকাসহ ইঞ্জিন চালিত সব যান চলাচল বন্ধ রয়েছে। এ খালে কালভার্ট নির্মাণ না করে একটি সেতু নির্মাণ করা হলে সমস্যা দূর হবে বলেও জানান বক্তারা। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ছিদিকুর রহমান, এ্যাডভোকেট মোঃ মনিরউজ্জামান টিপু, সাবেক জেলা পরিষদ সদস্য শ্রী তাপস দেউরি মানিক, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন মিলন, সাবেক ইউপি সদস্য মোঃ মাহবুবুর রহমান।
×