ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এটিএন বাংলায় বৈশাখী ‘পাঁচফোড়ন’

প্রকাশিত: ১৩:০০, ১১ এপ্রিল ২০১৯

এটিএন বাংলায় বৈশাখী ‘পাঁচফোড়ন’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ ‘পাঁচফোড়ন’। অনুষ্ঠানটি আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ রবিবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে।‘পাঁচফোড়ন’ একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। তারই ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ এই ‘পাঁচফোড়ন’। পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশোর আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে নববর্ষ, বৈশাখী মেলা নিয়ে আলোচনা হতে থাকে। ফাঁকে ফাঁকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর রিপোটিং রয়েছে। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও মেহেদীর সঙ্গীত পরিচালনায় নববর্ষকে নিয়ে একটি গান গেয়েছেন শিল্পী প্রতীক হাসান। ঢাকার অদূরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে গানটি ধারণ করা হয়। একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পংকজ। একটি দ্বৈত সঙ্গীত গেয়েছেন দিনাত জাহান মুন্নি ও পলাশ। কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তাপস। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বেশ ক’টি ঐতিহ্যবাহী বটগাছের উপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। আমাদের লোকসঙ্গীতের একটি অন্যতম উপাদান বাঁশি। আর পহেলা বৈশাখ এলে তো কথাই নেই ছেলেবুড়ো সবার হাতেই শোভা পায় বাঁশের বাঁশি। কিন্তু কোত্থেকে আসে এত বাঁশি-সেই উত্তর পাওয়া যাবে এবারের পাঁচফোড়নে। এছাড়াও বাঁশের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বাংলাদেশের লোকসংস্কৃতির প্রাচীনতম বাদ্যযন্ত্র হচ্ছে ঢোল। চর্মাচ্ছাদিত এই বাদ্যযন্ত্রটি ছন্দ ও তালের জন্য অনন্য। এবারের পাঁচফোড়নে এই ঢোলের উপর রয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। পাঁচফোড়ন বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়েই নাট্যাংশ করা হয়। এবারও বৈশাখের উপর বেশ ক’টি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন-সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, শেলী আহসান, তারিক স্বপন, নিসা, বিলু বড়–য়া, আনোয়ার শাহী, সজল, সাজ্জাদ সাজু, নজরুল ইসলাম, ইমিলা, রতন খান, পুতুল, মতিউর রহমান, ফাহিম, মনজুর আলম, মোতাহার, জাহিদ চৌধুরীসহ আরও অনেকে।
×