ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে খেলতে উদগ্রীব তাসকিন

প্রকাশিত: ১১:৫৭, ১০ এপ্রিল ২০১৯

বিশ্বকাপে খেলতে উদগ্রীব তাসকিন

মিথুন আশরাফ ॥ বিশ্বকাপ ক্রিকেটে যে কোন ক্রিকেটারই খেলতে চান। কিন্তু সবার ভাগ্যে তা জোটে না। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের কপাল কি পুড়বে? নাকি শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নেবেন? তা কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। তবে ইনজুরি থেকে মাত্রই ফেরা তাসকিন বিশ্বকাপ খেলতে উদগ্রীব। আর তাই আজ থেকেই প্রিমিয়ার লীগ খেলতে নেমে যাচ্ছেন। ম্যাচ খেলাতেও পুরোপুরি ফিট তিনি। তা প্রমাণ করতেই নামছেন তাসকিন। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন তিনি। বাংলাদেশ দল এখন যেন ইনজুরিময় হয়ে উঠেছে। সাকিব আল হাসান ইনজুরিতে ছিলেন। তিনি ফিট হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরিতে এখনও। তবে বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যাবেন বলেই আশা আছে। মেহেদী হাসান মিরাজ চোট পেয়েও সেরে উঠেছেন। মোহাম্মদ সাইফউদ্দিন চোট নিয়ে খেলছেন। তবে চোট এত গুরুতর নয়। এই ক্রিকেটারদের নিয়ে কোন শঙ্কা নেই। তবে তাসকিনকে নিয়ে শঙ্কা আছে। তাসকিন সেই শঙ্কা দূর করে দিতে চান। নির্বাচকদের ভরসা অর্জন করতে চান। বিশ্বকাপ দলে টিকতে চান। বিপিএলে পায়ের গোড়ালিতে চোট পাওয়া তাসকিন পুরোদমে বোলিং অনুশীলন করেছেন। এখন ম্যাচে যে ফিট আছেন সেটি প্রমাণ করার পালা। ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফরের দলে থাকতে পারেননি এ পেসার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগেও শুরুতে কোন দল পাননি। কোন দলই তাকে ‘সুপার লীগে’র আগে খেলাতে চায়নি। শেষ পর্যন্ত লিজেন্ডস অব রূপগঞ্জ আজ থেকেই তাসকিনকে খেলাতে রাজি হয়েছে। খেলবেনও তিনি। ১৮ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এর আগে তাসকিন নিজেকে পুরো ফিট প্রমাণ করতে পারবেন? সেই প্রশ্ন অবশ্য থাকছে। এখন তাসকিনই নিজেকে প্রমাণ করতে পারেন। আর দিকেই সবার নজর থাকবে। গত ১ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পা মচকে যায় এই পেসারের। গোড়ালিতে চোট পান। এ ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে যেতে পারেননি। সেই থেকে ৪ এপ্রিল পর্যন্ত বল হাতে নিতে পারেননি তাসকিন। অবশেষে তিনি গত বৃহস্পতিবার দুই মাস পর ছোট্ট রান আপে বোলিং করেন। এমন সময় বোলিং শুরু করতে পেরেছেন যখন বিশ্বকাপের দল ঘোষণা করতে আর বেশি দেরি নেই। বিশ্বকাপ শুরু হতে এখনও ৫০ দিন বাকি। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ। কিন্তু দল দেয়া হবে ১৮ এপ্রিল। এর আগে ৭ মে থেকে আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজেও খেলবে বাংলাদেশ। ম্যাচের জন্য ফিট তা প্রমাণ করতে হয়তো তাসকিন লীগের আজকের ম্যাচটি ও সুপার লীগের একটি ম্যাচ পাবেন। ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছিলেন তাসকিন। তার গতি ইংল্যান্ডের মতো কন্ডিশনেও কাজে লাগতে পারে। কিন্তু ইনজুরি তাকে বিশ্বকাপ দল থেকেই ছিটকে ফেলতে পারে। তাসকিন তাই অনেক চেষ্টা করে যাচ্ছেন। যেন বিশ্বকাপ দলে থাকতে পারেন। মঙ্গলবার যেমন বলেছেন, ‘ভাল না করলে সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের মঞ্চ। আমি চাইব যেন সুযোগ পাই। কারণ এটা বড় আসর। এখানে ফিট না হলে কেউই সুযোগ পাবে না। সর্বোচ্চ চেষ্টা করছি ফিটনেসে নিজেকে প্রমাণ করার যে আমি ফিট এবং ম্যাচ খেলার উপযোগী। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।’ উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ রূপগঞ্জ খেলবে। এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে উদগ্রীব তাসকিন। বলেছেন, ‘বিশ্বকাপের জন্যই এতো কষ্ট করেছি। শুকরিয়া যে খেলার অনুমতি পেয়েছি। সৃষ্টিকর্তা চাইলে আগামীকাল (আজ) থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমি সুস্থ থাকি, ভাল করতে পারি। এর আগে আমি ফুল রানআপে তিনটা সেশন শেষ করেছি। তাতে কোন সমস্যা হয়নি। আড়াই মাস পর খেলতে নামব। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি ভাল অবস্থায় আছি।’ সঙ্গে যোগ করেন, ‘ওরা (রূপগঞ্জ) ভাল ফর্মে আছে। আমি রূপগঞ্জকে নিশ্চিত করার আগে আরও কয়েকটা টিমকে ফোন করেছিলাম। সবাই সুপার লীগ থেকে খেলাতে চাইছিল। আমি খুশি যে রূপগঞ্জ আমাকে এই সাপোর্টটা দিয়েছে। কারণ আগামীকাল (আজ) থেকেই তারা আমাকে খেলাতে রাজি হয়েছে। আমি ইনজুরি থেকে মাত্রই সেরে উঠেছি। অনেক দল সেটা নিয়ে চিন্তিত ছিল। সিদ্ধান্ত নিতে পারেনি এখনই খেলাবে কি না। ভেবেছিল কয়েকটা দিন দলের সঙ্গে থাকার পর অনুশীলন করিয়ে খেলাবে। রূপগঞ্জকে এই জন্য ধন্যবাদ যে তারা আগামীকাল থেকেই খেলাতে রাজি হয়েছে।’
×