ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় শিশুর মৃত্যু ॥ ক্লিনিক ভাংচুর

প্রকাশিত: ০৯:৪৩, ১০ এপ্রিল ২০১৯

বগুড়ায় শিশুর মৃত্যু ॥ ক্লিনিক ভাংচুর

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় শহরের শেরপুর রোড এলাকায় সোমবার রাতে মালেকা নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় হুমায়ারা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। টনসিল অপারেশনের পর তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতে শিশুটির স্বজনসহ বিক্ষুব্ধ লোকজন ক্লিনিকের আসবাবপত্র এবং কক্ষ ভাংচুর করে। রাতে ক্লিনিকের স্টাফরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। শিশুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকার হারুনুর রশিদের মেয়ে হুমায়ারা টনসিলে ভুগছিল। চিকিৎসকের পরামর্শে টনসিল অপারেশন করার জন্য শিশুটিকে সোমবার বেলা ১১টার দিকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটিকে নেয়া হয় অপারেশন থিয়েটারে। বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ সাইদুজ্জামান তার টনসিল অপারেশন করেন। রোগীর স্বজনদের জানানো হয়, রোগী সুস্থ আছে। অপারেশনের পর ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশনের চুক্তিকৃত সাড়ে ১১ হাজার টাকা রোগীর স্বজনদের নিকট থেকে নেয় বলে রোগীর লোকজন জানায়। পরে সন্ধ্যা পর্যন্ত রোগীটির জ্ঞান না ফিরলে রোগীর লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে রাতে ক্লিনিক কৃর্তপক্ষ শিশুটিকে ছাড়পত্র দিয়ে অন্যত্র নিয়ে যেতে বলেন। এরপর রাতে শিশুটিকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোগীর লোকজন ক্লিনিকে ফিরে এসে ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে স্বজন ও বিক্ষুব্ধ লোকজন সেখানকার কিছু আসবাবপত্র ভাংচুর করলে নার্সসহ অন্যান্য স্টাফ পালিয়ে যায়। এ ব্যাপারে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মঙ্গলবার জানান, ঘটনার সময় তিনি ছিলেন না। ম্যানেজার বেলাল হোসেন ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর বিষয়টি অস্বীকার করেন। তবে অপারেশনকারী চিকিৎসকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। টাঙ্গাইলে সাবেক কাউন্সিলর নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, কালিহাতীতে ভুল চিকিৎসায় কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর রহিজ উদ্দিন চাঁন্দুর (৫৩) মৃত্যুর অভিযোগ উঠেছে। কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। মৃত রহিজ উদ্দিন চাঁন্দু কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা সদরের ঘুনী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। এ সময় নিহতের বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতালের পুরুষ ওয়ার্ডের নার্সের কক্ষ ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও প্রায় দেড় ঘণ্টা হাসপাতাল ঘেরাও করে রাখে। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে স্বজনরা লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করে। রোগীর স্বজন ও এলাকাবাসী জানান, কর্তব্যরত ডাক্তারের ভুল চিকিৎসায় কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিজ উদ্দিন চাঁন্দুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী ফরহাদুল হক জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে এই রোগী হাসপাতালের জরুরী বিভাগে বুকে ব্যথা নিয়ে আসলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ রাশেদুল আলম প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। রোগী ওয়ার্ডে পৌঁছালে কর্তব্যরত নার্স লতিফা রোগীর শরীরে ওষুধ প্রয়োগ করার ৩০ মিনিট পর রোগীর মৃত্যু হয়। পরে রোগীর বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতালের পুরুষ ওয়ার্ডের নার্সের কক্ষ ভাংচুর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×