ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা মামলার তদন্ত রিপোর্ট ৭ মে দাখিল

প্রকাশিত: ১১:১৩, ৯ এপ্রিল ২০১৯

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা মামলার তদন্ত রিপোর্ট ৭ মে দাখিল

স্টাফ রিপোর্টার ॥ ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৭ মে ধার্য করেছে আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) আলমগীর মজুমদার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ নতুন তারিখ ধার্য করেন। আদালতের জিআর শাখার কনস্টেবল মজিবুর রহমান এ তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। তিনি এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা নিউমার্কেট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুই গৃহকর্মী স্বপ্না (৩৬) ও রেশমাসহ (৩০) তিনজনকে আসামি করা হয়। পরে স্বপ্না ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতারের পর রিমান্ডে নেয় পুলিশ। তার দেয়া তথ্যে স্বপ্না এবং রেশমাকে গ্রেফতারের পর তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেন। বর্তমানে তারা তিনজনেই কারাগারে রয়েছেন। সূত্রগুলো জানায়, মাহফুজা চৌধুরী পারভীন ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তার স্বামী ইসমাত কাদির গামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তিনি ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
×