ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তালতলীতে বিদ্যালয় ছাদ ধসে শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত শুরু

প্রকাশিত: ০৯:৩৪, ৯ এপ্রিল ২০১৯

তালতলীতে বিদ্যালয় ছাদ ধসে শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত শুরু

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৭ এপ্রিল ॥ তালতলী উপজেলার ছোটবগী পিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের বিম ধসে শিক্ষার্থী হতাহতের ঘটনায় তদন্ত শুরু করেছেন দুটি তদন্ত টিম। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও বরগুনা জেলা প্রশাসনের তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্বিতীয় দিনের মতো সোমবারও আতঙ্কে বিদ্যালয়ে ফিরেনি কোন শিক্ষার্থী। জানা গেছে, উপজেলার ছোটবগী পিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় শনিবার দ্বিতীয় শিফটের ক্লাস চলাকালীন সময়ে ভবনের ছাদ ধসে মানসুরা নামের এক ছাত্রী নিহত ও সাদিয়া, ইসমাইল, রুমা রোজমা ও শাহীনসহ ৯ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মোঃ সাবের হোসেনকে প্রধান করে দুই সদস্যের একটি এবং বরগুনা জেলা প্রশাসন এসিডি (শিক্ষা) মোঃ মাহবুব আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। সোমবার দুটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে আতঙ্কে সোমবারও বিদ্যালয়ে আসেনি শিক্ষার্থীরা। ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আমেনা আক্তার উম্মি ভবনের ছাদ ধসে পড়ার বর্ণনা দিয়ে তদন্ত টিমকে বলেন, যতদিন পর্যন্ত বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা না হবে ততদিন পর্যন্ত বিদ্যালয়ে কোন শিক্ষার্থী আসবে না।
×