ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইভিন্স টেক্সটাইলের ৪ কোটি ৪০ লাখ শেয়ার লক ফ্রি আজ

প্রকাশিত: ০৯:২৫, ৭ এপ্রিল ২০১৯

 ইভিন্স টেক্সটাইলের ৪ কোটি ৪০ লাখ শেয়ার লক ফ্রি আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইভিন্স টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালকের ৩ বছরের লক-ফ্রি থাকা মোট ৪ কোটি ৪০ লাখ শেয়ারের লক-ইন ফ্রি হচ্ছে আজ রবিবার। এই শেয়ার (পরিচালকদের ৩০ শতাংশ বাদে বাকি শেয়ার) চাইলে নির্ধারিত আইন পরিপালন করে বিক্রি করার সুযোগ রয়েছে। যদিও লক-ইন ফ্রি শেয়ার বিক্রি করা কিংবা না করা, উদ্যোক্তা পরিচালকদের অনুমোদন বা সিদ্ধান্তের বিষয়। আবার এই শেয়ার বিক্রি করতে হলে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘোষণা দিতে হয়। সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫-এর বিধি-৪-এর উপবিধি ২ অনুসারে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির কোন উদ্যোক্তা, পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী, নিরীক্ষক বা নিরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, পরামর্শক বা আইন উপদেষ্টা কিংবা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর সেকশন ১২তে উল্লিখিত সুবিধাভোগী ওই কোম্পানির বার্ষিক হিসাব সমাপ্ত হওয়ার ২ মাস আগে থেকে কোম্পানির পর্ষদ কর্তৃক বার্ষিক হিসাব চূড়ান্ত অনুমোদনের তারিখ পর্যন্ত কোন শেয়ার ক্রয়-বিক্রয় কিংবা অন্য কোনভাবে স্থানান্তর বা গ্রহণ করতে পারবে না। তবে কোম্পানিটির লক-ইন ফ্রি শেয়ার বিক্রির জন্য এই বিধান পরিপালনের প্রয়োজন পড়ছে না। কারণ পুরো এপ্রিল মাস সময় রয়েছে এ নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য। ২০১৬ সালের ৭ এপ্রিল ইভিন্স টেক্সটাইলের প্রসপেক্টাস ইস্যু করা হয়। আর প্রসপেক্টাস ইস্যু থেকে ৩ বছর লক-ইন ছিল কোম্পানির ৪ কোটি ৪০ লাখ শেয়ার। সেই হিসাবে রবিবার কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩ বছরের লক-ইন থাকা শেয়ার ফ্রি হবে। ২০১৬ সালের ৪ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৯তম সভায় ইভিন্স আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকা সংগ্রহ করে। জুলাই-ডিসেম্বর,১৮ সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা।
×