ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে বিনা টেন্ডারে ৫ লাখ টাকার গাছ বিক্রি

প্রকাশিত: ০৯:৫০, ৬ এপ্রিল ২০১৯

 গোবিন্দগঞ্জে বিনা টেন্ডারে ৫ লাখ টাকার গাছ বিক্রি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ এপ্রিল ॥ গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে রাস্তার ধারে লাগানো প্রায় ৫ লাখ টাকার গাছ টেন্ডার ছাড়াই অবৈধভাবে বিক্রি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবদুুল মান্নান মোল্যা ও ইউপি সদস্য জয়নাল আবেদীন জড়িত রয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। জানা গেছে, ওই ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি কইপাড়া মনতাজের বাড়ি থেকে জয়নালের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার এলাকাজুড়ে সামাজিক বনায়নের আওতায় প্রায় দেড় যুগ আগে ইউক্লিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। ওই সড়কের পাশে প্রায় ৭শ’ গাছ গত কয়েকদিন ধরে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের ছত্রছায়ায় একটি বিশেষ চক্র প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে। প্রকাশ্যে এভাবে গাছ কাটা অব্যাহত থাকলেও তা দেখার যেন কেউ নেই। নিয়মানুযায়ী সামাজিক বনায়নের গাছ কাটতে হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়। নিয়ম মেনে সেগুলো আবার টেন্ডারের মাধ্যমে বিক্রি করার কথা। অভিযোগ রয়েছে সরকারী এ নিয়ম-নীতির তোয়াক্কা না করে ওই প্রভাবশালী চক্রটি কারও কোন অনুমতি না নিয়েই গাছগুলো কেটে নিচ্ছে। এ বিষয়ে স্থানীয় সামাজিক বনায়ন কর্মসূচীর সভাপতি রঞ্জু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে আলাপ করা হয়। চেয়ারম্যানের অনুমতি নিয়েই গাছগুলো কাটা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই তা করা হচ্ছে। এ নিয়ে ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, চেয়ারম্যানের কথা মতো গাছগুলো কাটা হচ্ছে। কথা বললে তার সঙ্গে বলতে হবে। গাছ বিক্রির বিষয়ে ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মান্নান মোল্লা গাছ কাটার বিষয়টি স্বীকার করে জানান, টেন্ডার ছাড়াই গাছগুলো বিক্রি করা হয়েছে। গাছ কাটার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, গাছ কাটার বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থলে গিয়ে গাছকাটা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, টেন্ডার ছাড়াই যদি গাছগুলো কাটা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×