ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:২৮, ৬ এপ্রিল ২০১৯

টুকরো খবর

গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ এপ্রিল ॥ সখীপুরে প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের প্রধান আসামি মোহাম্মদ সাদ্দামকে (২৭) গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শফিকুর রহমান জানান, সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের একটি বনে গত ১১ মার্চ ওই ইউনিয়নের দক্ষিণ ঘাটেশ্বরী গ্রামের ই¯্রাফিল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) তার বন্ধু আশরাফুল (২৬), জালাল উদ্দিন (২৫), নজরুল ইসলাম (৩০) ও আফাজ উদ্দিন (২৩) মোটরসাইকেল নিয়ে সেখানে যায়। . ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ এপ্রিল ॥ ফরিদপুর র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে। শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ থানার রমজান মাতুব্বর পাড়া থেকে মোঃ জুয়ের হোসেন নামে এক যুবককে আটক করা হয়। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল বিষয়টি তদন্ত করে। পরে এর সত্যতা পাওয়া গেলে রাজবাড়ীর গোয়ালন্দ থানার রমজান মাতুব্বর পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চলমান এইচএসসি পরীক্ষার নমুনা ভুয়া প্রশ্নপত্রসহ জুয়েল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। . হত্যা মামলার বাদীকে হুমকি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামি ১৩ দিনের মধ্যে আদালত থেকে জামিনে বেরিয়ে ভাড়াটিয়া লোকজন নিয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদীকে (নিহতের পুত্র) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তার পরিবারের লোকজন। এ ছাড়া মামলার অপর পাঁচ আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করে বাদীকে হুমকি দিলেও পুলিশ তাদের গ্রেফতারে অনীহা প্রকাশ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের। শুক্রবার দুপুরে মামলার বাদী মাহাতাব হোসেন খান অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২১ মার্চ পরিকল্পিতভাবে প্রকাশ্যে হামলা চালিয়ে তার বাবা আবুল কাশেম খানকে (৭৫) হত্যা করেছে চাচা ফরহাদ খান ও তার লোকজন। . সংঘর্ষে সাতজন আহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের সাত জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে শেবাচিম ও অন্যদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে। স্থানীয় ইউপি সদস্য তানভীর আহম্মেদ ফারুক জানান, পশ্চিম ধামুরা গ্রামের সাহেব আলী হাওলাদার ও শাজাহান বিশ্বাস গংদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে শাজাহান বিশ্বাসের নেতৃত্বে সাগর, সজীব, সৈকত ও সিয়ামসহ ১০-১২ জনে সাহেব আলী হাওলাদারের দখলে থাকা ১৬ শতক জমি দখল করতে আসলে সাহেব আলী বাধা প্রদান করেন। . দেয়াল নির্মাণে বিরোধ ॥ মল নিক্ষেপ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ এপ্রিল ॥ শহরের একটি মার্কেটের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে বসত বাড়িতে শুক্রবার ভোরে কে বা কারা মলমূত্র নিক্ষেপ করে বসবাসে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওই ভবনের নির্মাণ কাজের বিষয়ে ইতোপূর্বেও প্রতিবন্ধকতা সৃষ্টি বিষয়ে পৌর মেয়র বরাবর লিখিত অভিযোগ করা হয় এবং সর্বশেষ ওই ভবনটি নির্মাণের বিষয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে বলে জানা যায়। অভিযোগকারী জোছনা বেগম জানান, আমাদের এ ভবনটির পাশে এনামুল হক বাবু নামের এক ব্যক্তি পাশে আরেকটি তিন তলা ভবন নির্মাণ করলে তার দেয়ালটি আমাদের দেয়াল ঘেঁষে এবং সানশেড ভেঙ্গে করলে আমরা তা না করার অনুরোধ জানাই। এর পর থেকেই গত কিছুদিন ধরে বিভিন্ন ময়লা আবর্জনাসহ এরকম মলমূত্র নিক্ষেপের ঘটনা ঘটছে যাতে আমরা এখানে বসবাস করতে না পারি। . কলাপাড়ায় তরুণীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ এপ্রিল ॥ কলাপাড়ার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রাম থেকে সোনিয়া (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জাহাঙ্গীর হোসেনের ঘরের দোতলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা পুলিশকে জানায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন, সবার অগোচরে সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
×