ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্রীনলাইনকে হাইকোর্ট

১০ এপ্রিলের মধ্যে পা হারানো রাসেলকে ক্ষতিপূরণ দিন

প্রকাশিত: ১০:৪২, ৫ এপ্রিল ২০১৯

১০ এপ্রিলের মধ্যে পা হারানো রাসেলকে ক্ষতিপূরণ দিন

স্টাফ রিপোর্টার ॥ যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ দিতে ১০ এপ্রিল বুধবার পর্যন্ত ফের সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে টাকা দিতে না পারলে গ্রীনলাইনের সব বাস জব্দ করার আদেশ দেয়া হবে। সুতরাং টাকা দিতে না পারলে গ্রীনলাইন কর্তৃপক্ষ যেন ১১ এপ্রিলের টিকেট বিক্রি না করে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা। তার সঙ্গে ছিলেন এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। অন্যদিকে গ্রীনলাইন পরিবহনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোঃ অজি উল্লাহ। এ ছাড়া এই শুনানিতে উপস্থিত থাকতে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে ক্র্যাচে ভর দিয়ে আদালতে উপস্থিত হন রাসেল সরকার । এর আগে ৩১ মার্চ আদালত তার আদেশে বলেছিল, ৩ এপ্রিল বুধবারের মধ্যে রাসেলকে ৫০ লাখ ক্ষতিপূরণ দিয়ে ৪ এপ্রিল এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। সেই আদেশ গ্রীনলাইন কর্তৃপক্ষ বাস্তবায়ন না করায় পুনরায় বৃহস্পতিবার আদালত গ্রীনলাইনকে সময় বেঁধে দিয়েছে। এদিকে পা হারানো রাসেল সরকার সাংবাদিকদের বলেন, তিনি খুব কষ্টে আছেন। অভাব-অনটনের মধ্যে খুব কষ্টে আমার সংসার চলছে। আজও (বৃহস্পতিবার) ৫শ’ টাকা ধার করে আদালতে এসেছি। আদালতের রায়ে খুশি থাকলেও রায় বাস্তবায়ন নিয়ে শঙ্কায় আছেন বলেও জানান তিনি। অন্যদিকে শুনানি চলাকালে গ্রীনলাইন বাস কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেছে, ‘যত বড় ব্যবসায়ীই হোক না কেন, আইনের উর্ধে কেউ নয়। এর আগে গ্রীনলাইন পরিবহনের ম্যানেজারকে তলব করে হাইকোর্ট। বৃহস্পতিবার বেলা ২টায় ম্যানেজারকে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়া হয়। আদালত বলে, সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা পরিশোধ না করলে মালিককে গ্রেফতারের ব্যবস্থা নেয়া হবে। এমনকি প্রয়োজনে সব গাড়ি জব্দ করে নিলামে বিক্রয় করে ক্ষতিপূরণ আদায় করা হবে।
×