ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাল-সবুজদের চার ধাপ উন্নতি, শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম

বাংলাদেশের চমক ফিফা র‌্যাঙ্কিংয়ে

প্রকাশিত: ০৯:৪৪, ৫ এপ্রিল ২০১৯

বাংলাদেশের চমক ফিফা র‌্যাঙ্কিংয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পারফর্মেন্সে উন্নতির ছাপ লক্ষ্য করা যাচ্ছে। ফলস্বরূপ পুরস্কারও মিলতে শুরু করেছে। ফুটবল সাফল্যের মাফকাঠি নিরুপণের পন্থা ফিফা র‌্যাঙ্কিংয়ে চারধাপ এগিয়েছে লাল-সবুজের দেশ। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮তম । এর ফলে দীর্ঘ সময়ের ১৯০-এর ঘরের বৃত্ত থেকে বের হতে পেরেছেন সোহেল, মামুনুলরা। গত মাসে বাংলাদেশ ছিল ১৯২তম। র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। আর আগের মতোই সেরা দশের বাইরে আছে দর্শক নন্দিত আর্জেন্টিনা। সেরা দশে অবস্থানের খুব একটা হেরফের ঘটেনি। খুব বেশিদিন না, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পারফর্মেন্স ছিল একেবারেই বাজে। ব্যর্থতার বৃত্তে থাকা এই দলের প্রতি মানুষের আগ্রহও খুব একটা ছিল না। ইংলিশ কোচ জেমি ডে দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশ দলের পারফর্মেন্স উন্নতির দিকে যেতে থাকে। এর প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়েও। গেল মার্চের শুরুতে কম্বোডিয়ার বিপক্ষে দারুণ জয়ে বাংলাদেশের ২ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। বাংলাদেশের বর্তমান রেটিং ৯০৯। ৯ মার্চ হওয়া ওই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল লাল-সবুজের দেশ। তাতে জয় এসেছিল ১-০ গোলে। এতেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। জেমি ডে দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন তার প্রাথমিক লক্ষ্য ফিফা র‌্যাঙ্কিয়ে বাংলাদেশ দলকে ১৫০-এর মধ্যে নিয়ে আসা। প্রাথমিকভাবে এ লক্ষ্যে তাকে সফলই বলা চলে। কেননা তার অধীনেই দীর্ঘদিন পর বাংলাদেশ দল ১৯০-এর বৃত্ত থেকে বের হয়ে আসতে পেরেছে। অন্যদিকে বরাবরের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর তেমন কোন ওলট-পালট হয়নি। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম ধরে রেখেছে শীর্ষস্থান। তাদের পয়েন্ট ১ হাজার ৭৩৭। তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তিন নম্বর অবস্থান ধরে রাখা ব্রাজিলের পয়েন্টও অপরিবর্তিত (১ হাজার ৬৭৬)। তবে অবনতি হয়েছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার। ১৩ পয়েন্ট হারিয়ে চার থেকে পাঁচে নেমে গেছে লুকা মডরিচের দেশ। আর পাঁচ থেকে চারে উঠে এসেছে ১৬ পয়েন্ট যোগ করা ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের দলের সংগ্রহ ১ হাজার ৬৪৭ পয়েন্ট। অবনতি হয়েছে সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালেরও। ১ হাজার ৬০৭ পয়েন্ট নিয়ে ছয় থেকে সাতে নেমে গেছে ইউরো চ্যাম্পিয়নরা। একধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে উরুগুয়ে। আগের মতোই যথাক্রমে সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ককে নিয়ে পূরণ হয়েছে সেরা দশ। র‌্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরেই আছে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১১), জার্মানি (১৩) ও ইতালি (১৭)। উন্নতি হয়েছে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থানে থাকা ইরানেরও। এক ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছে কার্লোস কিরোসের দল।
×