ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিত: ০৯:১০, ৫ এপ্রিল ২০১৯

খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি প্রদান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি সর্ব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন পার্র্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। তিনি বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট হল রুমে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল তস্তরী, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত প্রফেসর বোধিসত্ব দেওয়ান। এবার খাগড়াছড়িতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ৭৪০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৪ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ সর্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আব্দুল মালেক। অন্যদের মধ্যে ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত সচিব ব্রজ গোপাল ভৌমিক, লাইন ডিরেক্টর ডাঃ শরিফ, স্বাস্থ্য পরিবার কল্যাণের উপসচিব মিজানুর রহমান, নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বসির উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল আলমসহ অনেকে।
×