ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসা সরঞ্জাম আমদানিতে কর অব্যাহতির দাবি

প্রকাশিত: ০৯:০১, ৫ এপ্রিল ২০১৯

চিকিৎসা সরঞ্জাম আমদানিতে কর অব্যাহতির দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চিকিৎসা সরঞ্জাম আমদানিতে আগামী বাজেটে ১৫ শতাংশ কর অব্যাহতি চেয়েছে বাংলাদেশ বেসরকারী মেডিক্যাল কলেজ এ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সংগঠনটি এ দাবি জানায়। এ সময় এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট ডাঃ মোয়াজ্জেম হোসেন বলেন, দেশের স্বাস্থ্যসেবার ৬৫ শতাংশ দিয়ে থাকে বেসরকারী চিকিৎসা খাত। প্রতিবছর বেসরকারী মেডিক্যাল কলেজ থেকে ৬ হাজার চিকিৎসক বের হন। আর সরকারী মেডিক্যাল কলেজ থেকে বের হন সাড়ে তিন হাজার চিকিৎসক। ফলে এখানে কর থাকা উচিত নয়। বর্তমানে দেশে ৬৭টি বেসরকারী মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। সরকারী রয়েছে ৩৬টি এবং আরও চারটি অনুমোদন দেয়া হয়েছে। এ সময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, প্রতিবছর বাজেটের আগে আপনাদের সঙ্গে আলোচনা করি। সব আলোচনার মধ্যে একটা সহানুভূতি থাকে। তারা কষ্ট করছে, তাদেরকে কিছু সুযোগ-সুবিধা দেয়া উচিত। কিন্তু আমরা কিছু কিছু করতে পারি, আবার পারি না। আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে। এছাড়া চিকিৎসকরা যে বাইরে প্র্যাক্টিস করেন কিংবা ভোর পর্যন্ত রোগী দেখেন অনেকে, এগুলোর ওপর আমরা ট্যাক্স আদায় করি কি না? ট্যাক্স যারা দেয়, তারা আমাদের স্ব-নির্ধারণী নীতিতেই দেয়। এগুলো অনেক সময় উনার নীতি-নৈতিকতার ওপরে নির্ভর করে। অনেক চিকিৎসক আছেন, যারা তার পুরো আয় দেখান। আবার অনেকেই আছেন, পুরো আয়ের চার ভাগের এক ভাগও দেখান না। কাউকে আমরা ধরতে পারি, কাউকে পারি না। আমরা সবার কাছেই একটা অনুরোধ রাখব, চিকিৎসক, আইনজীবী বা অন্যান্য পেশাজীবী যারা আছেন, তারা যেন নৈতিকতা মেনে চলেন।’
×