ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে এএসপিকে প্রত্যাহার দাবি

প্রকাশিত: ০৮:২৭, ৫ এপ্রিল ২০১৯

জামালপুরে এএসপিকে প্রত্যাহার দাবি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৪ এপ্রিল ॥ ফোনে এক সাংবাদিকের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ আমলে না নিয়ে ওই সাংবাদিকের সঙ্গে অশালীন উক্তি করার অভিযোগে জামালপুরের ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সুফিয়ানকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক জরুরী প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। অভিযোগে জানা গেছে, এটিএন বাংলা ও এটিএন নিউজের জামালপুর প্রতিনিধি সাংবাদিক লুৎফর রহমানের বাসার ফোন করে তার মেয়েকে বখাটেদের উত্ত্যক্ত করার অভিযোগ করতে কয়েক সাংবাদিককে সঙ্গে নিয়ে বুধবার রাত ৮টায় জামালপুর সদর থানায় যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেমুজ্জামানসহ জেলার ইসলামপুর সার্কেলের এএসপি আবু সুফিয়ান ও অন্যান্য পুলিশ কর্মকর্তা আগামী ৬ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খানের জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সফর নিয়ে তার কক্ষে বৈঠক করছিলেন। এ সময় সাংবাদিক মোঃ লুৎফর রহমান তার নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে ফোনে বখাটেদের উত্ত্যক্ত করার বিষয়টি পুলিশ কর্মকর্তাদের কাছে তুলে ধরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তার কথা শোনামাত্রই এএসপি আবু সুফিয়ান তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেয়ার আশ^াস না দিয়ে উল্টো সাংবাদিক লুৎফর রহমানের মেয়েই খারাপ কিনা বলে অশালীন উক্তি করেন। লুৎফর রহমানসহ অন্য সাংবাদিকরা এএসপির অশালীন উক্তি শুনে হতবাক হন এবং তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে ওসির কক্ষ থেকে বেরিয়ে আসেন। এ ঘটনার প্রতিবাদে জামালপুরে কর্মরত সাংবাদিকরা বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে এক জরুরী সভা ডাকেন। কর্মরত সাংবাদিকদের পক্ষে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল।
×