ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রেতার আত্মসমর্পণ

প্রকাশিত: ১২:০৩, ৪ এপ্রিল ২০১৯

মাদক বিক্রেতার আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৩ এপ্রিল ॥ কচুয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালাম আত্মসমর্পণ করেছে। বুধবার দুপুরে কচুয়া থানায় লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসার ঘোষণা সে দিয়েছে। থানা প্রশাসনের পক্ষ থেকে তাকে ক্ষুদ্র ব্যবসা দিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। কচুয়া থানা অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ জানান, পৌরসভার করইশ গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মাদক বিক্রেতা আবুল কালামের বিরুদ্ধে ১৮টি মাদকের মামলা রয়েছে। চৈতালী বারুণীর মেলা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ এপ্রিল ॥ জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চৈতালী মেলা শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারও বুধবার দিনব্যাপী শহর সংলগ্ন নতুন ব্রিজের পাশে ঘাঘট নদীর পাড়ে ঐতিহ্যবাহী বারুণীর মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নদীর পাড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়। হিন্দু পুণ্যার্থী নদীতে স্নান সেরে গঙ্গা দেবীর পূজা অর্চনা করে। উল্লেখ্য, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির দিনেই ঘাঘট নদীর পাড়ে এই বারুণীর মেলা ও গঙ্গা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে নদীর পাড়ে গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকারু পণ্য, মাটির খেলনা, প্লাস্টিকের সামগ্রী, গ্রামীণ মেলা সম্পর্কিত খাদ্যসামগ্রী বিক্রয়ের জন্য দোকান বসে।
×